পুলিশ ছাড়াই হিলিতে মাদক রুখতে বিশেষ অভিযান বিএসএফ ও নার্কোটিক বিভাগের, ক্ষোভ বাসিন্দাদের

নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২ নভেম্বর–––  পুলিশকে অন্ধকারে রেখে হিলিতে নার্কোটিক বিভাগকে নিয়ে গোপন অভিযান বিএসএফের । ভোর রাত থেকে সকাল পর্যন্ত অভিযানের পরেও কিছুই হাতে পায়নি বিএসএফ বাহিনী । এমন ঘটনায় বিএসএফের বাড়বাড়ন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন বাড়ির মহিলারা । যদিও সীমান্তে নেশার উপদ্রব ও পাচার রুখতে এই বিশেষ অভিযান বলে দাবী বিএসএফের । শনিবার ভোর রাতে দক্ষিণ দিনাজপুর জেলার বাংলাদেশ সীমান্ত লাগোয়া হিলির পূর্ব রায়নগর এলাকার ঘটনায় চাঞ্চল্য ।

স্থানীয় সূত্রের খবর, পূর্ব রায়নগরের বাসিন্দা নির্মল সরকারের বাড়িতে এদিন গোপনে অভিযান চালায় ১৯৯ নং বিএসএফ ও নার্কোটিক বিভাগ । দুই দপ্তরের পদস্ত কর্তাদের উপস্থিতিতে চলা অভিযানে বাড়িতে চিরুনি তল্লাশি চালানো হয় । এমনকি সেপটিক ট্যাঙ্ক খুলেও তল্লাশি করে বিশেষ টিম । যদিও শেষ পর্যন্ত কিছুই হাতে পায়নি তদন্তকারী দল । অভিযোগ ভোর রাত থেকে বাড়ি ঘিরে রেখে জানালা দিয়ে টর্চ জ্বালিয়ে মহিলাদের উত্যক্ত করে বিএসএফের কিছু জওয়ান । যাকে ঘিরেই তীব্র ক্ষোভ প্রকাশ করেন বাড়ির মহিলারা । তবে এমন অভিযানের বিষয়ে ঢিল ছোড়া দূরত্বে হিলি থানায় পুলিশকে কোন খবর না দেওয়ায় প্রশ্ন উঠেছে । কেন পুলিশকে অন্ধকারে রেখে এমন অভিযান তা নিয়ে সরব হন স্থানীয় পঞ্চায়েত সদস্যও ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *