পুলিশের চোখে ধুলো দিয়ে হিলিতে চুরি দশ চাকার লরি, অভিযুক্তদের গ্রেপ্তার করে তদন্তে পুলিশ
নিজস্ব সংবাদদাতা, বালুরঘাট, ২ নভেম্বর––– পূজোর ব্যস্ততায় হিলি পুলিশের চোখে ধুলো দিয়ে সীমান্ত শহর থেকে দশ চাকার লরি চুরির ঘটনায় চাঞ্চল্য । ঘটনার সাত দিন পরে চুরি যাওয়া লরি উদ্ধার করেছে পুলিশ । গ্রেপ্তার করা হয়েছে চার অভিযুক্তকেও । পুলিশ জানিয়েছে ধৃতদের নাম এন্তাজুল হক, সেলিম আলি, ফরজেন রহমান এবং গৌরব কর্মকার । ধৃতদের প্রথম তিন জনের বাড়ি কুশমন্ডি ব্লকে । গৌরব কর্মকার শিলিগুড়ি বাসিন্দা । এমন ঘটনায় বড়সড় চক্র জড়িত রয়েছে বলে মনে করছে হিলি পুলিশ । ধৃতদের তিন দিনের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের পর এমন তথ্য হাতে পেয়েছে হিলি পুলিশ ।
পুলিশ সূত্রের খবর, গঙ্গারামপুরের বাসিন্দা শ্যামল সাহা ওই লরির মালিক । হিলি সীমান্ত দিয়ে পাথর রপ্তানির কাজে ব্যবহৃত হচ্ছিল লরিটি । গত ২৫ তারিখে হিলির ডাবড়া এলাকা থেকে বেপাত্তা হয়ে যায় আস্ত লরি বলে অভিযোগ । ঘটনায় হিলি থানায় লিখিতও অভিযোগ করেন লরির মালিক । যার পরেই ২৮ তারিখে কুশমন্ডি থেকে লরিটি উদ্ধার করে । যদিও সেই সময় লরির চারটি টায়ার গায়েব ছিল । ঘটনায় তদন্তে নেমে টায়ারগুলি সহ চার অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ । তাঁদের প্রথমে তিন দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ । এদিন ফের সাত দিনের পুলিশ রিমান্ড চেয়ে ধৃতদের আদালতে পাঠিয়েছে হিলি থানা ।
ডিএসপি সদর ধীমান মিত্র জানিয়েছেন, চুরি যাওয়া লরি উদ্ধার করা হয়েছে । গ্রেপ্তার চার অভিযুক্তকে আরও জিজ্ঞাসাবাদ করতে রিমান্ডের আবেদন জানিয়েছে পুলিশ ।