চিঙ্গিসপুরে জমি নিয়ে বিবাদের জেরে দুই ভায়ের হাত খুন আর এক ভাই
২৮শে অক্টোবর, বালুরঘাটঃ জমি নিয়ে বিবাদের জেরে দুই ভায়ের হাত খুন হলেন চিঙ্গিসপুরের শোবরা শ্যামপুরের বাসিন্দা দিলীপ বর্মণ। এলাকার বাসিন্দাদের দাবী অধীর বর্মণ ও সঞ্জিত বর্মণের সঙ্গে জমি নিয়ে দীর্ঘ দিন থেকেই বিবাদ বাধে ভাই দিলীপ বর্মণের। সোমবার বিবাদ চরমে উঠলে বাড়ির কাছের এক বাঁশ বাগানে দিলীপ বর্মণকে নিশংস ভাবে কুপিয়ে খুন করেন অধীর বর্মণ ও সঞ্জিত বর্মণ। জানাযায় প্রথমে ধারালো অস্ত্র দিয়ে দুই ভাই দিলীপ বর্মণকে এলোপাথাড়ি ভাবে কোপাবার পরে আহত দিলীপ বর্মণকে বাড়ির একটি ঘরে আটকে রাখে। এরপরে মৃত্যু নিশ্চিত হলে তাকে ঘর থেকে বেড় করে রাস্তায় ফেলে দেয় তারা বলে স্থানীয় সুত্রে জানা গিয়েছে।
ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় বালুরঘাট থানার পুলিশ। পুলিশ গিয়ে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বালুরঘাট হাসপাতালে পাঠায়। অভিযুক্ত দুই ভাই অধীর বর্মণ ও সঞ্জিত বর্মণের খোঁজে তল্যাসি শুরু করেছে পুলিশ বলে জানান বালুরঘাট সদর ডিএসপি ধিমান মিত্র। এলাকার বাসিন্দারা দোষী ব্যক্তির শ্বাস্তির দাবী করেন।