সীতাহরন এবারে থিম উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিপিএস ক্লাবের
২৫শে অক্টোবর, রায়গঞ্জঃ রামায়নে কথিত সীতাহরন এবারে থিম উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জের বিপিএস ক্লাবের। ৩৪নং জাতীয় সড়কের ধারে পুর্ব নেতাজীপল্লির ময়দানে সুবিশাল পর্বতের আকারে মন্ডপ গড়ে তোলা হচ্ছে। প্রতিবছর জেলা বাসিকে নিত্য নতুন থিমের উপহার দিয়ে থাকে বিপিএস ক্লাব। এবারে শ্যামা পূজায় পূজা মন্ডপে প্রবেশ করতেই দেখা মিলবে রামভক্ত হনুমানের। আর ভেতরে পাহাড়ের উপর নানা অঙ্গভঙ্গিতে দেখা যাবে বালি, সুগ্রীব, জাম্বুবান সহ বানর সেনাদের।
তাছাড়া থাকছেন লঙ্কাধিপতি রাবন রাজাও। সুবিশাল রাক্ষসরাজ রাবনের মুখাকৃতি আর রাক্ষসদের মুখমন্ডল দেখে আঁৎকে উঠতে পারেন অনেকেই। তবে আরো ভেতরে ঢুকলে মুল মন্ডপ যা কাল্পনিক আদলে তৈরি করা হচ্ছে। বিশেষত শিশুদের কথা মাথায় রেখেই পরীর দেশের আদলে গড়ে উঠছে মন্ডপ। যা ৮-৮০ কারো নজর সরবে না ডিজিটাল আলোর ঝলকানির মধ্য দিয়ে সেজে উঠছে। হোগলা পাতা, পাঠকাটি, থার্মোকল কাপড়, প্লাস্টার অফ প্যারিস আর বাশ দিয়ে পুরো মন্ডপ তৈরি করছেন মালদার শিল্পীরা। আর প্রতিমা তৈরির দায়িত্বে রয়েছেন স্থানীয় মৃৎশিল্পী।