৪০ বছরে পা প্রতিকার কসকো ক্লাব, কালীপূজার মূল আকর্ষণ থ্রিডি অ্যানিমেশনের আলোকসজ্জা

২৪শে অক্টোবর, রায়গঞ্জঃ ৪০ বছরে পা দিতে চলা উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জের প্রতিকার কসকো ক্লাবের পক্ষে থাকছে বিরাট চমক। পূজো উদ্যোক্তাদের দাবি, রাজ্যের প্রথম থ্রিডি অ্যানিমেশনের আলোর মন্ডপ সজ্জার দেখা মিলবে এখানেই। সম্প্রতি দূর্গা পূজায় সোসাল মিডিয়ায় ভাইরাল হওয়া যোধপূরের উমেধ প্যালেসের সেই থ্রিডি অ্যানিমেশনের সংস্থার আলোর খেলাই প্রদর্শিত হবে এই পূজো মন্ডপ।শহরের মনমোহন স্কুল প্রাঙ্গনের এখন তাই পূজো ঘিড়ে তুঙ্গে প্রস্তুতি। এবারে প্রতিকার কসকো ক্লাবে শ্যামা পূজো মন্ডপে থিমের মূল আকর্ষণ আলো। মন্ডপের গায়ে থ্রিডি আলোর খেলা দেখাতে মুম্বাই থেকে আসছেন অ্যনিমেশন  প্রযুক্তি বিশেষজ্ঞ দল। কয়েকদিন আগে এই সংস্থাই রাজস্থানের যোধপুরের সেই উমেধ প্যালেসের মারিয়েছিল।

এবারে তাদের কালিয়াগঞ্জ নিয়ে আসছে কালিয়াগঞ্জের প্রতিকার কসকো ক্লাব। রাজস্থানের আদলে তৈরি হচ্ছে এই পূজো মন্ডপ। আর বাইরে থ্রিডি অ্যানিমেশন আলোর যাদু খেলা। ভেতরে থাকবে প্রতিমা নির্ভর আলোকসজ্জা। অন্যদিকে মহিশুরের রাজস্থানের গেটের আদোলে আলোর গেটের দেখা যাবে প্রতিকার কসকো ক্লাবের যাবার রাস্তায় বলে জানান ক্লাব সম্পাদক পিন্টু মোদক। এছাড়াও মালদার একটি সংস্থা তৈরি করছে পূজা মন্ডপ। রাস্তার আলোক সজ্জায়র দায়িত্বে নবদ্বীপের শিল্পীরা। শ্যামা মাকে সাবিকি রুপে রূপ দান করবেন নবদ্বীপের মৃত শিল্পী। শ্যামা পূজা উপলক্ষ্যে  আয়োজিত হবে ৪ দিন ব্যাপি সাংস্কৃতিক অনুষ্ঠান। থাকবে হস্ত শিল্পীদের তুলে ধরতে হস্ত শিল্প প্রদর্শন। তবে সব কিছু ছাপিয়ে যাবে থ্রিডি অ্যানিমেশন আলোর খেলায় মূল আকর্ষণ।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *