হিলির ৫১২ নম্বর জাতীয় সড়ক থেকে আগ্নেয়াস্ত্র সহ তিন ডাকাত দলকে গ্রেপ্তার করলো পুলিশ
২৩ অক্টোবর, হিলিঃ হিলি থানার বালুরঘাট-হিলি 512 নম্বর জাতীয় সড়কের খারুন মোর এলাকা থেকে ডাকাতি করার উদ্দেশ্যে জড়ো হওয়া তিন যুবককে আগ্নেয়াস্ত্রসহ গ্রেপ্তার করল হিলি থানার পুলিশ। মঙ্গলবার রাত্রি প্রায় এগারোটা নাগাদ হিলি থানার খারুন মোড় এলাকায় গোপন সূত্রে খবর পেয়ে, হিলি থানা পুলিশ তিন যুবককে গ্রেফতার করে। পুলিশ জানিয়েছে তিন যুবকের কাছ থেকে এক রাউন্ড কার্তুজ সহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। ধৃতরা হলেন পল্লব ঘোষ ওরপে টুকাই(২৩), মৃন্ময় দাস ওরপে বাবুন(২৫) ও সাগর বর্মণ(২৩)। এদের সকলেরই বাড়ি হিলি থানার ত্রিমোহীনির ঘোষপাড়া ও হিলি সীমান্তের দক্ষিনপাড়া এলাকায়।
হিলি থানার ওসি তাসি থিরিং শেরপা জানিয়েছেন যে ডাকাতির উদ্দেশ্যে তারা খারুন এলাকায় জড়ো হয়। গোপন সূত্রে খবর পেয়ে হিলি থানার পুলিশ তিন যুবককে গ্রেপ্তার করতে পারলেও বাকিরা জমায়েত স্থল থেকে পালিয়ে যায় বলে জানিয়েছেন হিলি থানার ওসি তাসি থিরিং শেরপা। তিনি বলেন ধৃত যুবকদের কাছ থেকে এক রাউন্ড কার্তুজ সহ একটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। এদের বিরুদ্ধে নির্দিষ্ট ধারায় মামলা রুজু করে বুধবার সকালে বালুরঘাট আদালতে পাঠানো হয়।তিন যুবককে জিজ্ঞাসাবাদ করে যাদের নাম উঠে এসেছে তাদের খোঁজে খুলশী থানায় যোগাযোগ করছে পুলিশ বলে জানিয়েছেন ওসি তাসি থিরিং শেরপা।