প্রতি বছর টি-২০আয়োজনের প্রস্তাব আইসিসি-র, ৩ বছর অন্তর একদিনের বিশ্বকাপ, আপত্তি বিসিসিআই-এর
১৬ই অক্টোবর, নিউদিল্লিঃ 2023 থেকে প্রতিবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং তিন বছর অন্তর একদিনের বিশ্বকাপ আয়োজন করার প্রস্তাব দিল আইসিসি। তবে বিসিসিআই এই প্রস্তাব এখনো মেনে নিতে পারেনি কারণ সে ক্ষেত্রে বিসিসিআইয়ের আর্থিক ক্ষতি হবে। সৌরভ গঙ্গোপাধ্যায়ের নেতৃত্বাধীন বিসিসিআই এই বিষয়টি নিয়ে আইসিসির সংঘাত হতে পারে।
বিসিসিআইয়ের এক কর্তা জানিয়েছেন সম্প্রতি বিসিসিআই এর সিইও রাহুল জোহরির সঙ্গে আইসিসি চিফ এগজিকিউটিভ বৈঠক হয়। রাহুল স্পষ্ট জানিয়ে দিয়েছেন আইসিসির এই সিদ্ধান্ত নেওয়া উচিত হবে না। আশা করা যায় বিসিসিআইয়ের নয়া প্রধানরা এ বিষয়ে কঠোর অবস্থান নেবেন। প্রতিবছর টি-টোয়েন্টি বিশ্বকাপ হলে আইপিএল থেকে বিসিসিআইয়ের যে আর্থিক লাভ হয় সেটা অনেক কমে যাবে। ফলে আইসিসির এই সিদ্ধান্তকে বিসিসিআইয়ের রাজস্ব হামলা বলেই দেখা উচিত সৌরভ ও জয় শাহকে এ বিষয়টির মোকাবেলা করতে হবে।