গান্ধী সংকল্প যাত্রার শুরুতেই হোঁচট বালুরঘাটে, সামান্য হাঁটতেই যাত্রা ছাড়লেন নেতৃত্বরা

বালুরঘাট, ১৬ অক্টোবরঃ  হিলির শহীদ বেদীতে মাল্যদান করে গান্ধী সংকল্প যাত্রার সূচনা করলেন বালুরঘাটের সাংসদ। প্রথম দিনেই মাত্র ১৫ কিলোমিটার হাঁটতে গিয়ে কুপোকাত অধিকাংশ নেতৃত্ব। হিলি থেকে শুরু করেও র‍্যালি কামারপাড়া পর্যন্ত হবার কথা থাকলেও মাঝ রাস্তাতেই গাড়িতে উঠে পড়েন অনেকেই। কেউ কেউ আবার র‍্যালি ছেড়ে পালিয়ে যান এলাকা থেকে। এমন ঘটনায় বিজেপির গান্ধী সংকল্প যাত্রা নিয়ে কটাক্ষ করেছেন বিরোধীরা।

       ২ অক্টোবর গান্ধীজীর ১৫০তম জন্মদিবস উপলক্ষ্যে দেশ জুড়ে সংকল্প যাত্রা করার লক্ষ্য নেয় বিজেপি দল। দুর্গাপূজার কারণে দক্ষিণ দিনাজপুরে সেই র‍্যালি পিয়েছে দেওয়া হয়েছিল। ১৬ অক্টোবর থেকে আগামী দশদিন পর্যন্ত জেলা জুড়ে এই সংকল্প যাত্রা করার সিদ্ধান্ত নেয় জেলা নেতৃত্ব। বুধবার শুরুর দিনেই অনেক নেতৃত্বকে র‍্যালি থেকে সরে যেতে দেখা গিয়েছে। জেলায় সাধারণ মানুষের সাথে জনসংযোগ বৃদ্ধির লক্ষ্যে এই কর্মসূচী অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে দাবী করে এদিন নেতৃত্বদের এমন কর্মকান্ড নিয়ে প্রশ্ন তুলেছেন দলীয় নেতৃত্বদের একাংশ। এদিন হিলিতে শহীদ বেদীতে মাল্যদান করেন সাংসদ সুকান্ত মজুমদার। উপস্থিত ছিলেন জেলা সভাপতি শুভেন্দু সরকার।

সাংসদ জানিয়েছেন, গান্ধী জয়ন্তী উপলক্ষ্যে জেলা জুড়ে সংকল্প যাত্রার উদ্যোগ নেওয়া হয়েছে। আগামী দশদিন জেলার বিভিন্ন প্রান্তে নেতা কর্মীরা এই সংকল্প যাত্রার মাধ্যমে সাধারণ মানুষের সাথে জনসংযোগ বাড়াবে।

জেলা সভাপতি শুভেন্দু সরকার বলেন, সকলেই হেটেছেন। বয়স্ক নেতৃত্বদের সামান্য অসুবিধা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *