পাগল শেয়ালের কামড়ে আহত রামপাড়াচ্যাচড়া গ্রামের ৫০টি গরু ছাগল, আতঙ্ক জলাতঙ্কের
১৬ই অক্টোবর, তপনঃ শিয়ালের তাণ্ডবে নাজেহাল অবস্থা তপনের রামপাড়া চাঁচড়া গ্রাম। এই গ্রামের মাগুরপুর এলাকার আশপাশের বেশ কিছু এলাকা জুড়ে রাতের অন্ধকার নামতেই শুরু হচ্ছে শিয়ালের তাণ্ডব। এলাকার প্রায় 40 থেকে 50 টি গরু-ছাগলকে কামড়ে অস্থির পরিস্থিতির সৃষ্টি করেছে এলাকার শিয়াল দল। শিয়ালের কামড়ে আহত গবাদি পশুর দুধ খেয়ে চরম আতঙ্কে আট থেকে আশি সকলে। সকলের মনে আশঙ্কা তৈরি হয়েছে জলাতঙ্কে সংক্রামনের, সরকারিভাবে স্বাস্থ্য পরীক্ষার দাবী তুলেছে এই গ্রামের বাসিন্দারা। তবে অযথা আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছে স্বাস্থ্য দপ্তর। পরিস্থিতি খতিয়ে দেখে স্বাস্থ্য পরীক্ষার ব্যবস্থা করবে দক্ষিণ দিনাজপুর জেলা স্বাস্থ্য দপ্তর।
জানা যায় গত মঙ্গলবার রাতে হঠাৎ করে গ্রামগুলোর গবাদিপশুর ওপরে আচমকা হামলা করে এলাকার পাগল শিয়াল দল। এলাকার প্রায় 40 থেকে 50 টি গরু ও ছাগলকে কামড়েছে পাগল শিয়াল দল বলে জানিয়েছে গ্রামবাসীরা। এরপর সকালে গবাদি পশুর দুধ বাজারে নিয়ে গেলে, সেই দুধ পান করে গ্রামের বৃদ্ধ বনিতা সবাই। আর এর পরেই শিয়াল কামরাবার ঘটনা প্রকাশ্যে আসতেই গ্রামের মধ্যে জলাতঙ্কের আতঙ্কের পরিবেশ তৈরি হয়। রামপাড়া চাঁচড়া গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন এলাকার এই ধরনের ঘটনায় ব্যাপক আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তপন পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি তাপস মন্ডল জানিয়েছেন এমন ঘটনায় গ্রামবাসীরা সমস্যায় পড়েছে, এই এলাকায় স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে স্বাস্থ্য শিবির আয়োজন করবার চিন্তাভাবনা করছে তপন পঞ্চায়েত সমিতি।