বাইক চোর সন্দেহে দুই যুবককে বেঁধে রাস্তায় ফেলে গনপ্রহার মালদায়
মালদা, ১৬ অক্টোবরঃ বুধবার দুপুরে ফের বাইক চোর সন্দেহে দুই যুবককে বেঁধে রাস্তায় ফেলে ব্যাপক গনপিটুনী দিলো একাংশ উত্তেজিত জনতা। ঘটনাটি ঘটেছে মালদা শহরের রামকৃষ্ণ পল্লীর নবীন হল সংলগ্ন এলাকায়। ঐ এলাকার ৩৪ নম্বরজাতীয় সড়কের আশে পাশেই বিভিন্ন দোকান, শপিংমল রয়েছে। সেখানে প্রতিদিনই অসংখ্য মোটর বাইক রাস্তার ধারে রাখা থাকে। সেখান থেকে একটি বাইক চুরি করে ওই দুই যুবক পালিয়ে যাচ্ছিল বলে স্থানীয় একাংশ মানুষের অভিযোগ। আর তার পরেই শুরু হয় ওই দুই যুবককে গণধোলাই। চড় , থাপ্পড়, কিল-ঘুষি পাশাপাশি লাঠি পেটা করা হয় ওই দুই যুবককে।
তাদের মুখ দিয়ে অঝোরে রক্তঝরতে থাকে। প্রায় আধ মরা অবস্থায় রাস্তায় দীর্ঘক্ষণ পড়ে থাকে ওই দুই যুবক। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। পুলিশি হস্তক্ষেপে ক্ষিপ্ত মানুষের হাত থেকে উদ্ধার হয় ওই দুই যুবক। তাদের চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজ হাসপাতালে।