লক্ষীপূজোর একদিন পর ফের দূর্গোৎসবে মেতে উঠলেন উত্তর দিনাজপুর জেলার
১৪ই অক্টোবর, চোপড়াঃ অষ্টমীর দূর্গা নামে পরিচিত এইদূর্গা পুজোকে ঘিরেই এলাকার বাসিন্দাদের আনন্দ উৎসব। চোপড়ার মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতের নন্দ কিশোর গছ গ্রামে আজ থেকে চারদিন ধরে চলবে দূর্গাপুজো আর তার সাথে মেলা। এলাকার হিন্দু মুসলিম সর্বস্তরের মানুষের উপস্থিতিতে এক সম্প্রীতির মিলন মেলা হয়ে উঠবে নন্দ কিশোর গছ গ্রাম। পূজোকে কেন্দ্র করে প্রাচীন জহড়ামেলা পূজার উদ্দীপনাকে বাড়িয়ে দিয়েছে আরও কয়েক গুণ।
পূজো ও মেলা সুষ্ঠু ভাবে সম্পন্ন করতে এবং হাজার হাজার দর্শনার্থীদের সার্বিক সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে তৃনমূল কংগ্রেস পরিচালিত চোপড়া পঞ্চায়েত সমিতি।উত্তর দিনাজপুর জেলার চোপড়ার নন্দ কিশোর গছ এলাকার এই অষ্টমীর দুর্গাপূজা এবার ১৩২ বছরে পা দিল। শতাব্দী প্রাচীন পুজোতে এখনো প্রাচীন রীতি মেনেই চলে এই পুজো।