ব্যাঙ্কে বন্ধকি গলার মালা পরিবর্তন হয়ে সিটি গোল্ডের চূঁড়ে রূপান্তর করার অভিযোগ
১৪ই অক্টোবর, কালিয়াগঞ্জঃ নিজের পরিবারের উন্নয়নের জন্য গলার হার ব্যাঙ্কে জমা রেখে লোন নেওয়ার পর, তা শোধ করেও হারের পরিবর্তে সোনার চুঁড় গ্রাহকে ফিরিয়ে দেওয়াকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ালো ।উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লকের বাঘন এলাকার SBI শাখায় উত্তেজনা। এমন কি যে সোনার চূর দেওয়া হয়েছে সেটি সিটি গোল্ডের বলে অভিযোগ করেন ঋনদাতা। এই বিষয়ে বিক্ষোভ দেখায় এলাকা বাসিরা। জোস্না বর্মন নামে এক গৃহবধূ বছর দুয়েক আগে বাঘন এলাকার SBI ব্যাঙ্কের শাখা থেকে তার নিজের সোনার হার জমা রেখে ৭৫ হাজার টাকা ঋন নিয়ে ছিলেন। তিনি তার সেই ঋনের টাকা পরিষোধ করার পরে ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাকে সোনার হারের বদলে একটি চুঁড় ফেরৎ দেন।
অভিযোগ যখন তিনি সোনার হার দিয়েছিলেন কিন্তু তাঁকে চূড় ফেরানো হয়েছে। এখানেই শেষ নয় তাদের অভিযোগ যে চুড়টি দেওয়া হয়েছে তা সিটি গোল্ডের সোনা । বিষটি জানাজানি হতেই এলাকায় চাঞ্চল্য ছড়ায়। অভিযোগ খতিয়ে দেখার আশ্বাস দেন ব্যাঙ্ক কর্তৃপক্ষ।