খুঁটি পূজোর মাধ্যমে সুবর্ণ জয়ন্তী বর্ষের পূজো প্রস্তুতি শুরু করলো বালুরঘাট মিলনসংঘ
বালুরঘাট, ৯ অক্টোবরঃ বিজয়া দশমীতে খুঁটি পূজোর মধ্য দিয়ে কালী পূজোর প্যান্ডেল তৈরির কাজ শুরু করল বালুরঘাটের মিলন সংঘ। বুধবার নিয়ম নিষ্ঠা ভরে খুঁটি পূজো অনুষ্ঠিত হয়ে মণ্ডপ প্রাঙ্গণে। এবারে ক্লাবের ৫০ বছর পূর্তিকে স্মরণীয় করে রাখতে রাজস্থানের পদ্মাবতী প্যালেসের আদলে সুউচ্চ মন্ডপ তৈরি হবে মিলন সংঘে। মালদার জহর ডেকরেটার্স এই কাজের দায়িত্ব নিয়েছে।
মন্ডপ সজ্জার পাশাপাশি প্রতিমাতেও নজরকাড়া ছাপ ফেলবে এবারে মিলন সংঘ। সাবেকী প্রতিমার বদলে পিতলের দেবী প্রতিমা থাকবে এবারের পূজোয়। বালুরঘাটের শিল্পী রঞ্জিত সূত্রধর তৈরি করছেন প্রতিমা। একই ভাবে আলোক সজ্জাতেও দর্শকদের আকর্ষণ করবে মিলন সংঘ। ভারতীয় বিজ্ঞানীদের সাফল্যকে সম্মান জানিয়ে এবারে চন্দ্রযান – ২ কে তুলে ধরা হবে কালী পূজোয়। চন্দন নগরের চোখ ধাঁধানো আলোক সজ্জায় ফুটে উঠবে চন্দ্র যানের দৃশ্য। এছাড়াও পূজোর তিনটি দিন রাজস্থানের বাঞ্জারা নৃত্য প্রদর্শিত হবে মণ্ডপ চত্বরে।
মিলন সংঘ ক্লাবের সম্পাদক অম্বর বোস জানিয়েছেন, এবারে তাঁদের ৫০তম বর্ষে দর্শনার্থীদের আলাদা অনুভূতি দিতে একগুচ্ছ চিন্তাভাবনা নিয়েছেন। দেবী প্রতিমা থেকে পূজো মন্ডপ এমনকি আলোক সজ্জাতেও সকলকে আকৃষ্ট করবে তাঁদের পূজো।