পূজোর আগে বেহাল রাস্তায় সমস্যায় শহরবাসী, পুরপ্রশাসনের বিরুদ্ধে ক্ষোভ
বালুরঘাট, ১লা অক্টোবরঃ পূজোর দুদিন আগেও মেরামত হয়নি বালুরঘাটের অধিকাংশ রাস্তাঘাট। খানাখন্দে ভরা রাস্তার কাজ নিয়ে ক্ষুদ্ধ এলাকার বাসিন্দারা। প্রশাসনের বিরুদ্ধে ঘুমিয়ে থাকার অভিযোগ তুলে সরব হয়েছেন সকলেই। যদিও বৃষ্টির কারণে কাজ করা সম্ভব হয়নি বলে দাবী করেছেন মহকুমা শাসক তথা পুরপ্রশাসক বোর্ডের প্রধান ঈশা মুখার্জ্জী। বৃহস্পতিবার থেকেই মণ্ডপে মণ্ডপে ভিড় জমাবেন গ্রাম ও শহরের মানুষজন। এমন পরিস্থিতিতে বেহাল রাস্তার কারণে বিপাকে পড়তে হবে দর্শনার্থীদের। প্রতিবছর পূজোর আগে শহর জুড়ে রাস্তাঘাট মেরামতি করা হলেও এবারে পুরপ্রশাসনের কোন হেলদোল না থাকায় ক্ষোভ ছড়িয়েছে জনমানসে। শহরের বিভিন্ন রাস্তায় পিচ উঠে জল কাদায় পরিপুর্ন হয়ে রয়েছে। একই সাথে বেশকিছু নর্দমা পরিষ্কার না হওয়ায় পরিস্থিতি আরও খারাপ হয়েছে। যা নিয়েই পুর প্রশাসনের বিরুদ্ধে সুর চড়িয়েছেন শহরবাসী।
শহরের এক ব্যবসায়ী উজ্জ্বল লাহা জানিয়েছেন, সামান্য বৃষ্টিতেই জলে ভরে ওঠে শহরের বেশকিছু রাস্তাঘাট। এমন ঘটনায় চলাফেরা করতে সাধারণ মানুষ চরম সমস্যায় পড়েন। পুরপ্রশাসনের দ্রুততার সাথে এর সুরাহা করা উচিত।
মহকুমা শাসক ঈশা মুখার্জ্জী জানিয়েছেন, বেশকিছু এলাকায় কাজ শুরু হয়েছিল। তবে বৃষ্টির কারণে কাজ থমকে গিয়েছে।