বিশ্ব উষ্ণায়ন রোধে সমাজ সচেতনতার বার্তা দেবে হিলির উদয়ন সংঘ
বালুরঘাট, ২৯ সেপ্টেম্বরঃ বিশ্ব উষ্ণায়ন রোধে সমাজ সচেতনতার বার্তা দিয়ে দুর্গা পূজোর আয়োজন করছে হিলির উদয়ন সংঘ । বাংলাদেশ সীমান্ত লাগোয়া দক্ষিণ দিনাজপুর জেলার হিলির এই ক্লাবের সাবেকী প্রতিমায় মন কাড়বে দর্শনার্থীদের । স্থানীয় শিল্পী উদয় মালীর হাতে তৈরি করা হচ্ছে এক কাঠামো বিশিষ্ট দেবী প্রতিমা । এবছর ক্লাবের ৫০ তম বর্ষে এলাকার বরিষ্ঠ নাগরিকদের ১০০ টি চারা গাছ বিতরণ করবেন উদ্যোক্তারা । পাশাপাশি অষ্টমী ও নবমীতে উদয়ন সংঘে দেবীর প্রতিমা দর্শনে গেলেই মিলবে গাছের চারা ।
শুধু বিশ্ব উষ্ণায়ন নয়, সামাজিক কুসংস্কার বন্ধে রাজা রামমোহন রায়, ইশ্বরচন্দ্র বিদ্যাসাগরের কাজ কর্ম ফুটে উঠবে মণ্ডপ প্রাঙ্গণে । সতীদাহ প্রথা, বাল্য বিবাহ রোধ ইত্যাদি বিষয়টি মডেল আকারে তুলে ধরা হবে সকলের সামনে । পুরো মণ্ডপ জুড়ে মোট ২৯টি মডল বানিয়ে বর্তমান সমাজের বিভিন্ন কুপ্রথা দূর করতে ব্রতী হয়েছেন উদয়ন সংঘের সদস্যরা । হিলির মানব আর্টের চিত্র শিল্পী মানব সরকার তার সুনিপুণ শিল্পের মাধ্যমে ফুটিয়ে তুলবেন একাধিক সচেতনতা মূলক দৃষ্টান্ত ।
৫০ তম বর্ষে এবারে চতুর্থীতেই পূজোর সূচনা করা হবে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা উদয়ন সংঘে । এলাকার বরিষ্ঠ নাগরিকদের ১০০ জনকে চারা গাছ তুলে দিয়ে সাধারণ মানুষকে বৃক্ষরোপণের বার্তা দেওয়া হবে । বর্তমান যুগে প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় গাছের ভূমিকা নিয়ে মানুষকে সচেতন করতেই এমন উদ্যোগ । এছাড়াও অস্তমী, নবমীতে ঠাকুর দেখতে আসা দর্শনার্থীদের মধ্যে বিলি করা হবে চারা গাছ । সকলে যাতে ওই গাছগুলির যত্ন নেন তার দাবী জানাবেন উদ্যোক্তারা ।
ক্লাবের সম্পাদক উদয় বর্মন বলেন, বিশ্ব উষ্ণায়ন রোধে তাঁরা গাছের ভূমিকা তুলে ধরবেন । বর্তমান সমাজে বিভিন্ন কুপ্রথা দূর করতে মহাপুরুষদের কাজ কর্ম তুলে ধরা হবে মণ্ডপ চত্বরে ।