এই প্রথম শুভালয় নামে উৎসব ভবনের সূচনা করল বালুরঘাট পঞ্চায়েত সমিতি
বালুরঘাট, ২৮ সেপ্টেম্বরঃ চকভৃগুবাসীর সুবিধার্থে এই প্রথম সুবিশাল উৎসব ভবনের সূচনা করল বালুরঘাট পঞ্চায়েত সমিতি। শনিবার মহালয়ার পূর্ন লগ্নে আনুষ্ঠানিক ভাবে শুভালয় নামে ওই ভবনের শুভ উদ্বোধন করেন পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা কিস্কু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বালুরঘাটের বিডিও অনুজ সিকদার, তৃনমূল নেতা সুভাষ চাকী, বিপ্লব খাঁ, মলয় মন্ডল, অভিজিৎ সেন প্রমুখ। জানাগেছে, পঞ্চায়েত সমিতির উদ্যোগে ৬০ লক্ষ টাকা ব্যায়ে তৈরি করা হয়েছে ওই ভবন। চক্ভৃগু বাসস্ট্যান্ড এলাকায় দ্বিতল বিশিষ্ট ওই ভবনে বিভিন্ন মিটিং থেকে শুরু করে পারিবারিক অনুষ্ঠানের আয়োজন করা যাবে। পঞ্চায়েত সমিতিতে আবেদনের ভিত্তিতে মিলবে ব্যবহারের ছাড়পত্র।
পঞ্চায়েত সমিতির সভাপতি কল্পনা কিস্কু জানিয়েছেন, সাধারণ মানুষের সুবিধার্থে পঞ্চায়েত সমিতি এই উদ্যোগ নিয়েছে।