বালুরঘাটে পালিত হল বিদ্যাসাগরের জন্মদিবস, হিলিতে উন্মোচন হলো বিদ্যাসাগরের মূর্তি
বালুরঘাট, ২৬ সেপ্টেম্বরঃ আবক্ষ মুর্তি উন্মোচনের মাধ্যমে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের ২০০ তম জন্ম দিবস পালন করল হিলির রমানাথ হাইস্কুল। বৃহস্পতিবার বিদ্যালয় প্রাঙ্গণে আনুষ্ঠানিক ভাবে মূর্তির উন্মোচন করেন ডাঃ নির্মলেন্দু সরকার। সঙ্গীত, নৃত্য পরিবেশন, আবৃত্তি পাঠ সহ ছাত্রছাত্রীদের নানান অংশগ্রহনের মাধ্যমে অনুষ্ঠান পালন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমাজসেবী অমূল্য বিশ্বাস, হিলির বিডিও সঞ্জয় সুব্বা সহ বিশিষ্ট জনেরা । এদিন একে একে সকলে বিদ্যাসাগরের মূর্তিতে মাল্যদান করেন। একই সাথে জেলার বিভিন্ন প্রান্তে সরকারি বেসরকারি স্কুল, কলেজ সহ বিভিন্ন প্রতিষ্ঠানে বিদ্যাসাগরের জন্মজয়ন্তী পালন হয়।
অমূল্য রতন বিশ্বাস জানিয়েছেন, বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র তথা হিলি হাসপাতালের ডাঃ নির্মলেন্দু সরকারের উদ্যোগে বিদ্যাসাগরের মুর্তি স্থাপন করা হয়েছে। এদিন যথাযথ মর্যাদায় বিদ্যাসাগরের জন্মদিন পালন করা হয়েছে।