বালুরঘাট হাওড়া সপ্তাহে 5 দিনের প্রস্তাব পেশ করলো পূর্ব রেল
২৩শে সেপ্টেম্বর, কলকাতাঃ দক্ষিণ দিনাজপুর জেলা বাসীর দীর্ঘ লড়াই ও দাবী পূরণ হবার পথে, বালুরঘাট হাওড়া এক্সপ্রেস সপ্তাহে পাঁচ দিন করার প্রস্তাব দিল পূর্ব রেলওয়ে। সোমবার পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনীত শর্মা সঙ্গে দেখা করে হাওড়া বালুরঘাট এক্সপ্রেস প্রতিদিন করবার দাবি পেশ করেন বালুরঘাটের সংসদ সুকান্ত মজুমদার।
সেইসঙ্গে তিনি তেভাগা এক্সপ্রেসের সময়সূচি পরিবর্তনের বিজ্ঞপ্তি বাতিল করার দাবি করেন, এর পরিবর্তে পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনিত শর্মা সাংসদকে জানান বালুরঘাট হাওড়া এক্সপ্রেস সপ্তাহে 7 দিন করবার ক্ষেত্রে বেশ কিছু সমস্যা রয়েছে। তবে ট্রেনটিকে বর্তমান সময়সূচী মেনে সপ্তাহে 5 দিন করবার কথা জানান তিনি বলেন সাংসদ ট্রেনটিকে প্রতিদিন দুই দিক থেকেই রাতে চালাবার প্রস্তাব দিয়েছিলেন কিন্তু বালুরঘাট স্টেশনে পরিকাঠামোগত বেশকিছু ব্যবস্থা গড়ে না ওঠায় হাওড়া কলকাতা এক্সপ্রেস বর্তমান সময়সূচী মেনে সপ্তাহে পাঁচদিন চলাচল করবে। শনি ও রবিবার হাওড়া স্টেশনে প্ল্যাটফর্ম গত সমস্যা থাকায় তা এই দুইদিন চলাচল সম্ভব হবে না। সেইসঙ্গে তেভাগা এক্সপ্রেসকে দিনের বদলে রাতে চালাবার পরিকল্পনা পূর্ব রেল বাতিল ঘোষণা করল।
এই দিন বালুরঘাটের সংসদ সুকান্ত মজুমদার আমাদের বলেন, তিনি এদিন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার সুনিত শর্মার সঙ্গে দেখা করে হাওড়া বালুরঘাট প্রতিদিন করা ও তেভাগা এক্সপ্রেস এর সময়সূচী দিনের বদলে রাতে চালাবার প্রস্তাব বাতিল করবার দাবি করেন। জেনারেল ম্যানেজার সেইসব দাবি শুনে হাওড়া বালুরঘাট এক্সপ্রেস পাঁচদিন ও তেভাগা এক্সপ্রেস এর সময়সূচী বাতিল করার কথা জানান।