ফসলের ন্যায্য দামের দাবীতে আন্দোলনে নামল আরএসপি, বালুরঘাটে বিক্ষোভ
বালুরঘাট, ১৯ সেপ্টেম্বরঃ কৃষকদের উৎপাদিত ফসলের ন্যায্য দাম প্রদান, রাজ্য জুড়ে পঞ্চায়েত ও পৌরসভাগুলিতে পাহাড় প্রমাণ দুর্নীতির প্রতিবাদে আন্দোলনে নামল আর.এস.পি দল। বৃহস্পতিবার সংগঠনের জেলা কমিটির ডাকে বালুরঘাটে একটি প্রতিবাদ মিছিল করে বিক্ষোভ সমাবেশ ও ডেপুটেশন কর্মসূচী পালন করেন নেতা কর্মীরা। জেলা শাসকের ভবনের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে রাজ্য ও কেন্দ্র সরকারের বিভিন্ন নীতির প্রতিবাদ জানিয়ে সরব হন আন্দোলনকারীরা। সংগঠনের দাবী প্রতিমাসে ইলেকট্রিক মিটার রিডিং নিয়ে ম্মাসের বিল মাসেই নিতে হবে। বালুরঘাট জেলা হাসপাতালকে মেডিক্যাল কলেজে উন্নতিকরন করতে হবে । পাশাপাশি গণতান্ত্রিক আন্দোলনে পুলিশি নির্যাতন বন্ধ সহ বিভিন্ন দাবীতে সরব হয়েছেন সকলে। এদিন সংগঠনের রাজ্য সম্পাদক বিশ্বনাথ চৌধূরীর নেতৃত্বে বিক্ষোভ কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে । উপস্থিত ছিলেন আরএসপি নেতা বিমল সরকার, সুচেতা বিশ্বাস প্রমুখ।
বিশ্বনাথ চৌধুরী জানিয়েছেন, শিক্ষাক্ষেত্রে দলতন্ত্র কায়েমের প্রতিবাদ সহ বিভিন্ন দাবীতে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছিল। প্রচুর কর্মীসমর্থকের উপস্থিতিতে এদিন তাঁদের দাবী দাওয়া তুলে ধরা হয় । ডেপুটেশন দেওয়া হয়েছে জেলা শাসককে।