ছাগল চোর সন্দেহে বালুরঘাট ষ্টেশন রোডে গন প্রহারের শিকার এক যুবক

১৭ই সেপ্টেম্বর, বালুরঘাটঃ গন প্রহার নিয়ে যখন সারা রাজ্যে একের পর এক ঘটনা ঘটে চলেছে, গন প্রহারের বিষয়ে আইন নিয়ে আসছে সরকার তখন মঙ্গলবার বেলা দেড়টা নাগাদ বালুরঘাট ষ্টেশন রোডে ছাগল চোর সন্দেহে গন প্রহারের শিকার হয় এক যুবক। ধৃতের নাম শ্যামল সরকার, বাড়ি গোবিন্দপুর এলাকায়। এইদিন বেলা ১টা নাগাদ বালুরঘাট ষ্টেশন মাঠে ঘোরাঘুরি করা এক ছাগলকে চুরি করে ব্যাগে ভরতে গিয়ে ধরা পরে এই যুবক। এরপরে এলাকার বাসিন্দারা তাকে গাছের সঙ্গে বেঁধে রেখে গন প্রহার দেন। এলাকার বাসিন্দাদের অভিযোগ ধৃত এই যুবক ও তার সঙ্গে যুক্ত আরো বেশ কয়েকজন এই ছাগল চুরির সঙ্গে যুক্ত। এর আগেও এই এলাকা থেকে বেশ কিছু ছাগল ও সাইকেল চুরির ঘটনা ঘটেছে, যার সঙ্গে এই যুবক ও তাদের সঙ্গীরা যুক্ত থাকতে পারে বলে তাদের অনুমান। ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে যায় বালুরঘাট থানার পুলিশ। পুলিশ এলাকায় পৌছে ক্ষিপ্ত এলাকার বাসিন্দাদের হাত থেকে তাকে মুক্ত করে পুলিশ এবং জীজ্ঞাসাবাদের জন্য আটক করে  তাকে বালুরঘাট থানায় নিয়ে আসে।

এলাকার বাসিন্দা এক যুবক আমাদের জানান, তারা ষ্টেশন রোডে গাড়ি পরিস্কার করার সময় দেখতে পাই এই যুবক ষ্টেশন মাঠ থেকে এই ছাগলটিকে ধরে ব্যাগে ঢোকাবার সময় তাদের সন্দেহ হয়। এবং তারা অভিযুক্ত এই যুবককে আটক করে। তারা তাকে গাছে বেঁধে পুলিশকে খবর দিলে পুলিশ এসে অভিযুক্তকে নিয়ে যায়। সে জানাই ধৃত এই যুবক আগেই ছাগল সহ বেশ কিছু জিনিশ চুরি করেছে বলে এইদিন স্বীকার করে। এই এলাকায় নেশাগস্ত যুবকদের সংখ্যা দিন দিন বেড়ে যাওয়ায় এই ধরনের ঘটনা ঘটছে।

বালুরঘাট থানার আইসি জয়ন্ত দত্ত আমাদের জানান ঘটনার খবর পেয়ে এলাকা থেকে অভিযুক্তকে আটক করা হয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *