গঙ্গারামপুরে জবা রায়ের পরিবারের পাশে দাঁড়াল বিজেপি সাংসদ, আর্থিক সাহায্য তুলে দিলেন সাংসদের আপ্ত সহায়ক

বালুরঘাট, ১৭ সেপ্টেম্বরঃ গঙ্গারামপুরে নৃশংস ভাবে খুন হওয়া জবাব পরিবারের পাশে দাঁড়ালো বিজেপির সংসদ সুকান্ত মজুমদার । মঙ্গলবার দুপুরে মৃতার বাড়িতে পৌঁছে তাঁর পরিবারের হাতে আর্থিক সহায়তা তুলে দেন সাংসদের পাঠানো প্রতিনিধি দল । বুধবার জবার অন্তেষ্টিক্রিয়ায় তাঁর পরিবারের পাশে দাঁড়াতে সাংসদের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা । এদিন বেশ কিছু গ্রামের বাসিন্দারাও জবার পরিবারের পাশে দাঁড়িয়েছেন ।

জবার পরিবারের আর্থিক সাহায়তা তুলে দেবার জন্য এদিন ৩ জনের প্রতিনিধি দল গঙ্গারমপুরে পৌঁছান । গঙ্গারামপুরের সিংফড়কা গ্রামে জবার বাড়িতে পৌঁছান সাংসদদের আপ্ত সহায়ক অজয়কান্তি সরকার, বিজেপি জেলা সাধারণ সম্পাদক বাপী সরকার অপর এক স্থানীয় নেতা । এদিন জবার পরিবারের সাথে বেশ কিছুক্ষণ কথা বলেন সাংসদের প্রতিনিধি দল । বিভিন্ন সুবিধা অসুবিধার করা শোনেন তাঁরা । আগামীতে আরও কিভাবে তাঁদের পাশে দাঁড়ানো যায় সেই বিষয়েও আশ্বাস দিয়েছেন সাংসদের আপ্ত সহায়ক ।
গত ৭ই সেপ্টেম্বর জবা রায়কে ধর্ষনের পর গলা কেটে খুন করে ফেলে দেয় বেশ কিছু দুষ্কৃতী । যদিও ঘটনার পরদিন ঘটনায় অভিযুক্ত ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ । দোষীদের ফাঁসির দাবিতে থানায় ডেপুটেশন, পথ অবরোধের মতো একাধিক বিক্ষোভ দেখানো হয় বিভিন্ন সংগঠনের থেকে ।
সাংসদের আপ্ত সহায়ক অজয় কান্তি সরকার জানিয়েছেন, সাংসদ বাইরে রয়েছেন । তাঁর নির্দেশেই এদিন জবা রায়ের পরিবারের পাশে দাঁড়াতে সামান্য আর্থিক সাহায্য তুলে দেওয়া হয়েছে। আগামীতে বিজেপি দলের তরফে যথা সম্ভব সাহায্য করা হবে।
জবা রায়ের বাবা বলরাম রায় জানিয়েছেন, সাংসদের নির্দেশের তিন সদস্যের প্রতিনিধি দল এদিন ২০ হাজার টাকার চেক তুলে দিয়েছেন। আগামীতে তাঁদের পাশে দাঁড়াতে সবরকমের সাহায্যের আশ্বাস দিয়েছেন তাঁরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *