রাষ্ট্রপতির সঙ্গে বিদেশ সফরে মন্ত্রী দেবশ্রী
১৩ই সেপ্টেম্বর, দিল্লিঃ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দের সঙ্গে কিছুদিন আগে বিদেশ ঘুরে এসেছেন সাংসদ দিলীপ ঘোষ। এবার সেই রাষ্ট্রপতি’র সঙ্গেই আইসল্যান্ডে কূটনৈতিক সফরে গেলেন শিশু ও নারীকল্যাণ দপ্তরের কেন্দ্রীয় প্রতিমন্ত্রী দেবশ্রী চৌধুরি। আইসল্যান্ডে প্রবাসী ভারতীয়দের সঙ্গেও আলাদা ভাবে বৈঠক করার কথা আছে দেবশ্রীর।
এই নিয়ে দেবশ্রী চৌধুরির সঙ্গে কথা হলে তিনি জানান এটা তার কাছে একটা বড় উপলদ্ধি, তিনি এই সফরের অভিগতাকে তার মন্ত্রকে কাজে লাগাতে চান, কথা বলবেন সেইখানকার প্রবাসীদের সঙ্গে।