করম উৎসব পালিত হয় দুই দিনাজপুরে, রাতভর চলে মাদলের তালে টুসু ও ভাদু গান
১০ই সেপ্টেম্বর, বালুরঘাটঃ আদিবাসী সংস্কৃতি কৃষ্টি কালচারের উদ্যোগে রাতভর পুজো অর্চনা করে পালিত হলো করম উৎসব। আর এই উৎসব উপলক্ষ্যে মাদলের তালে টুসু ও ভাদু গানের মধ্য দিয়ে মাতেন আদিবাসী সম্প্রদায়ের মানুষ। সারা রাজ্যের পাশাপাশি দুই দিনাজপুরে পালন করা হল করমা উৎসব। দক্ষিন দিনাজপুর জেলার বাউল ও উত্তর দিনাজপুর জেলার করণদীঘিতে চলে করম উৎসবের উল্লাস। বাউলে এই উৎসবের উদ্বোধন করেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের রাষ্ট্রমন্ত্রী বাচ্চু হাঁসদা।
আদিবাসী সম্প্রদায়ের মানুষজন এই বিশেষ দিনটি শুরু করেন, সন্ধ্যা থেকে নাচ গানের মধ্য দিয়ে মাদলের তালে করম গাছের নিচে পূজা দিয়ে করম গাছ ডাল ও পাতা নিয়ে এসে পূজা মণ্ডপ স্থাপন করে। সেখানে পূজা অর্চনা করেন এবং করাম পূজা নিয়ে আলোচনা করে। এরপর আদিবাসী সম্প্রদায়ের মানুষজন মাদল এর তালে নৃত্য করেন। প্রসাদ বিতরণ করা হয় সকলের মধ্যে।