প্রতিষ্ঠানের দ্বিতীয় বর্ষপুর্তি উপলক্ষ্যে অনাথ আশ্রমের ছেলে মেয়েদের সাথে সময় কাটানো ও ভোজন ব্যবসায়ীর
বালুরঘাট, ৮ সেপ্টেম্বরঃ ব্যবসায়ী প্রতিষ্ঠানেরদ্বিতীয় বছর পূর্তিতে জমকালো কোন অনুষ্ঠান নয়, না কোন অফার দিয়ে ক্রেতাদের টানা কৌশল। অনাথ আশ্রমের ছেলেদের সাথে সারাদিন কাটিয়ে প্রতিষ্ঠানের বর্ষপুর্তি পালন করল ব্যবসায়ী। রবিবার হিলির হিন্দু মিলন মন্দির আশ্রমে ছেলে মেয়েদের খাবার ব্যবস্থা করার পাশাপাশি তাঁদের পূজোর পোশাক বিতরণের উদ্যোগ নেয় বালুরঘাটের এক বিরিয়ানি ব্যবসায়ী। বালুরঘাট শহরের সাড়ে তিন নম্বর মোড়ে অবস্থিত দীপ্ত দের বিরিয়ানি দোকান।
এদিন তাঁর ব্যবসায়ী প্রতিষ্ঠানের দুই বছর পূর্তি হয়েছে। নিজের আনন্দ অনাথ আশ্রমের ছেলে মেয়েদের সাথে ভাগ করে নিতে ব্যবসায়ীর এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার বাসিন্দারা। এদিন আশ্রমে সকল ছেলেমেয়েকে পাত পেড়ে খাওয়ানো হয়। পাশাপাশি দূর্গাপূজোয় তাঁদের নতুন পোশাক বিলির উদ্যোগ নিয়েছেন ব্যবসায়ী। আগামী মহলয়াতে সকলের হাতে নতুন জামা কাপড় তুলে দেওয়া হবে বলে জানান বিরিয়ানি ব্যবসায়ী দিপ্ত বাবু।