পুরাতন কমিটি ভেঙ্গে দক্ষিন দিনাজপুর জেলা তৃণমূলের নতুন কমিটি গঠন, বিধানসভা ভিত্তিক বিধায়কদের দ্বায়িত্ব
বালুরঘাট, ৭ সেপ্টেম্বরঃ জেলা সভাপতি পরিবর্তনের পরেই দক্ষিণ দিনাজপুরে ঝেড়ে ফেলে হয় বিপ্লব ঘনিষ্ঠ নেতা নেতৃদের। ব্লক কমিটির উপর আস্থা হারিয়ে বিধানসভা অনুযায়ী সংগঠন সাজাতে উদ্যোগী হল দক্ষিন দিনাজপুর জেলা তৃনমূল কংগ্রেস। আগের কমিটি ভেঙ্গে ৬০ জনের বর্ধিত নতুন কমিটি গঠন করলেন জেলা নেতৃত্ব। শনিবার বালুরঘাটের রঘুনাথপুরে একটি বেসরকারি লজে সাংবাদিক বৈঠক করে এই সিদ্ধান্তের কথা ঘোষণা করেন জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ। আগামী কয়েক দিনের মধ্যেই চেয়ারম্যান ও কনভেনরদের নিয়োগপত্র দেবে শীর্ষ নেতৃত্বরা। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, তপন, কুমারগঞ্জ ও গঙ্গারামপুর বিধানসভায় জয়ী বিধায়কদের চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয়েছে। যে সব বিধানসভায় দলীয় বিধায়ক নেই সেখানে ব্লক ও টাউন ভিত্তিক কনভেনরদের উপর সংগঠনের দায়িত্ব বর্তাবে। প্রতিটি চেয়ারম্যানদের অধীনে ২ – ৩ জন করে কনভেনর কাজ করে যাবেন। বিধানসভা ভিত্তিক দলীয় কার্যক্রম ভিত্তিক তদারকি ও প্রচারের দায়িত্ব দেওয়া হয়েছে ডিস্ট্রিক কো’অর্ডিনেটর হিসাবে গঙ্গারামপুরের বিধায়ক গৌতম দাসকে।
জেলা তৃণমুল সভাপতি অর্পিতা ঘোষ জানিয়েছেন, আগামী সাত দিনের মধ্যে কনভেনরদের নাম ঘোষণা হবে। নতুন যারা দায়িত্ব পেয়েছেন তাঁদের নিয়োগপত্র পৌঁছে যাবে। সাংগঠনিক ভিত মজবুত করতে এমন সিদ্ধান্ত বলে জানা গেছে।