উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখরের পুকুরের ধারে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার
৬ই সেপ্টেম্বর, রায়গঞ্জঃ পুকুরের ধারে এক যুবকের রক্তাক্ত মৃতদেহ উদ্ধারকে ঘিরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার কলাভিটা গ্রামে। মৃত যুবকের নাম পরিমল মাহাতো। মৃতের বাড়ি দক্ষিন দিনাজপুর জেলার হরিরামপুর থানার কটখামার গ্রামে। মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের মর্গে পাঠানোর পাশাপাশি ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, উত্তর দিনাজপুরের গোয়ালপোখরে একটি মেলায় কাজ করতে আসে হরিরামপুরের কটখামার গ্রামের যুবক পরিমল মাহাতো। বৃহস্পতিবার রাত সাড়ে সাতটা নাগাদ শৌচকর্ম করতে যাওয়ার কথা বলে সে মেলা প্রাঙ্গন থেকে বেড়িয়ে যায়। দীর্ঘক্ষন না আসায় মেলার লোকেরা খোঁজাখুঁজি শুরু করে। তার খোঁজ না মেলায় ফিরে আসে তার সঙ্গী সাথীরা। শুক্রবার সকালে স্থানীয় কলাভিটা গ্রামের একটি পুকুরের ধারে পরিমলের রক্তাক্ত মৃতদেহ উদ্ধার করেন স্থানীয় বাসিন্দারা। যুবকের মাথায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন পাওয়া গিয়েছে। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। খবর দেওয়া হয় গোয়ালপোখর থানার পুলিশকে। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ইসলামপুর মহকুমা হাসপাতালের পুলিশ মর্গে পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।