বালুরঘাট হাইস্কুলে শুরু হল ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী
বালুরঘাট, ৫ সেপ্টেম্বরঃ বিজ্ঞান বিষয়ে ছাত্রছাত্রীদের উৎসাহী করতে ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনীর উদ্বোধন হল বালুরঘাটে । বৃহস্পতিবার শহরের হাই স্কুলে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার । অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, জেলা স্কুল পরিদর্শক মৃণাল কান্তি সিংহ, বিদ্যালয়ের প্রধান শিক্ষক নারায়ণ কুণ্ডু প্রমুখরা । জানাগেছে আগামী ৭ সেপ্টেম্বর পর্যন্ত বালুরঘাট হাইস্কুলে বিজ্ঞান প্রদর্শনীর মাধ্যমে ছাত্রদের মধ্যে নতুন নতুন বিষয়ে জ্ঞানের সঞ্চার করা হবে । মিনিস্ট্রি অফ সাইন্স অ্যান্ড টেকনলেজি আয়োজিত এই ভ্রাম্যমাণ বিজ্ঞান প্রদর্শনী আগামীতে প্রতিটি স্কুলে ঘুরে ঘুরে আরও ছাত্রছাত্রীদের সজাগ করবে ।
সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, স্কুলের ছাত্রছাত্রীদের বিজ্ঞান বিষয়ে সজাগ করতে এবং আরও বেশী করে জ্ঞানের সঞ্চার করতে এমন উদ্যোগ নেওয়া হয়েছে । এই প্রদর্শনীর মাধ্যমে নতুন নতুন বিষয়ে জানতে ও শিখতে পারবে ছাত্রছাত্রীরা ।