শঙ্কর চক্রবর্তীর কায়দায় দিদিকে বলো প্রচারে টাউন সভাপতি সুভাষ চাকী ও বিভাস চ্যাটার্জী
৪ঠা সেপ্টেম্বর, বালুরঘাটঃ দিদিকে বলো কর্মসূচীতে বালুরঘাটে রোল মডেল এখন বালুরঘাটের প্রাক্তন বিধায়ক ও প্রাক্তন পূর্তমন্ত্রী শঙ্কর চক্রবর্তী। যেভাবে তিনি বালুরঘাটের বিভিন্ন ওয়ার্ডে ওয়ার্ডে প্রচার কাজ করেছিলেন, সেই ভাবেই দিদিকে বলো কর্মসূচীতে দেখা গেলো বালুরঘাট টাউন সভাপতি সুভাষ চাকী ও বিভাস চ্যাটার্জীকে। জেলার এই দুই প্রথম সারির নেতা বালুরঘাট শহরের ২১ নম্বর ওয়ার্ডে দিদিকে বলো প্রচার কাজ চালান, যেভাবে প্রচারে গিয়ে সারা ফেলে দিয়ে ছিলেন প্রাক্তন পূর্তমন্ত্রী শঙ্কর চক্রবর্তী। এলাকার পাড়ায় পাড়ায় ঘুরে মানুষের সঙ্গে কথা বলে, তাদের সমস্যার কথা শোনেন বালুরঘাট টাউন সভাপতি সুভাষ চাকী ও জেলা নেতা বিভাস চ্যাটার্জী। সকাল থেকে রাত পর্যন্ত এলাকার প্রতিটি বাড়ি শুধু নয়, রাস্তার ঠেকের আড্ডাতেও দেখা গেলো এই দুই নেতাকে। এলাকার প্রবীন ও বিশিষ্ঠ মানুষদের সঙ্গে কথা বলতেও শোনা গেলো তাদের।
বিভিন্ন অভাব অভিযোগ নিয়ে এলাকার মানুষদের যা যা বক্তব্য তা রিতিমতো লিপিবন্ধ করতে দেখা গেলো এই দুই নেতাকে। গত বালুরঘাট পুর বোর্ড তৃণমূলের দক্ষলে থাকলেও এই ২১ নম্বর ওয়ার্ড দক্ষলে ছিলো সিপিআইএমের। তাই অভিযোগ যা ছিলো তা মুলত রাস্তা থেকে নিকাশি ব্যাবস্থার। এছাড়াও এলাকার বেশ কিছু মানুষের পুরসভার বাড়ি প্রকল্পের আওতায় আনবার ক্ষেত্রে উঠে আসে বেশ কিছু জমি গত সমস্যা। যা রিতিমতো লিপিবদ্ধ করে দ্রুত সমাধানের আশ্বাস দেন এই দুই নেতা। গত বিধানসভা ও লোকসভা নির্বাচনে বালুরঘাটে বেশ খারাপ ফল হবার পরে মানুষের ক্ষোভ বিক্ষোভকে বেশ গুরুত্ব দিতে দেখা যাচ্ছে তৃণমূল নেতৃ্ত্বকে। তাই দিদিকে বলো কর্মসূচীতে সব থেকে বেশী গুরুত্ব দেওয়া হচ্ছে সেই সব অভিযোগের উপর।আর তাই দেখা গেলো এই দুই নেতার প্রচারে। এরপরে রাতে ভোজন সারেন এলাকার এক বাসিন্দার বাড়িতে, সাদামাটা জীবনের সঙ্গে নিজেকে মিশিয়ে দিলেন তারা। ভোজনের পরে সেই বাড়িতেই রাত্রীবাস করলেন এই দুই নেতা। রাত পোহাতেই আবার বেরিয়ে পরলেন দিদিকে বলো প্রচার নিয়ে। বালুরঘাট টাউন সভাপতি সুভাষ চাকী বলেন এলাকার মানুষের অভাব অভিযোগ পেয়ে তারা সেই সব অভিযোগকে পাঠিয়ে দিয়েছেন কোলকাতায়। পাশাপাশি স্থানীয় স্তরে সেই সব অভিযোগের সমাধান করতে চেষ্টা করছেন তারা, যাতে এলাকার মানুষের অভাবকে গুরুত্ব দিতে পারেন তারা।