বুনিয়াদপুরে অনাথ তিন আদিবাসী শিশুকে উদ্ধার করে জেলা প্রশাসনের হাতে তুলে দিলো চাইল্ডলাইন
৩০শে আগষ্ট, বালুরঘাটঃ মা অনেক আগেই গত হয়েছেন, বাবা পেশায় দিনমজুরী, কাজে রাজ্যের বাইরে, গত প্রায় কয়েক বছর ধরে তিন আদিবাসী শিশু মানুষ হতে দেখা গিয়েছিলো তার ঠাকুরমার কাছে। কিন্তু আচমকা তার মৃত্যুতে হঠাৎ অনাথ হয়ে পরলো কার্ত্তিক মার্ডি, কমলা মার্ডি ও গণেশ মার্ডি। এই খবর পেয়ে এলাকায় পৌছায় দক্ষিন দিনাজপুর চাইল্ড লাইন টিম। তাদের উদ্ধার করে নিয়ে তার বাবার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন তারা, কিন্তু বাবার কোন খোঁজ না পেয়ে এই তিন শিশুকে তুলে দেওয়া বালুরঘাট শুভায়ন হোমে।
ঘটনার খবর পেয়ে শুভায়ন হোমে শিশুদের দেখতে যান দক্ষিন দিনাজপুর জেলা শাসক নিখিল নির্মল ও অতিরিক্ত জেলা শাসক ভূমি প্রনব কুমার ঘোষ। বেশ কিছুখন শিশুদের সঙ্গে কথা বলেন জেলার দুই আধিকারিক। চাইল্ড লাইন সুত্রে জানা যায়, তাদের বর্তমানে কোন নিকট আত্মীয় বলে কেউ নেই, বাবা কোথায় ঠিকাশ্রমিকের কাজ করছেন তা জানা যায়নি। ঘটনার পর থেকে চাইল্ড লাইন শিশুটিকে তাদের কোন আত্মীয়ের হেফাজতে রাখতে চাইলেও কোন হদিস মেলেনি। তাই চাইল্ড লাইন ও জেলা প্রশাসনের পক্ষ থেকে শুভায়ন হোমে রাখা