টোটো বন্ধের নির্দেশিকার প্রতিবাদে জেলা শাসককে ডেপুটেশন
বালুরঘাট, ২৯ আগস্টঃ পয়লা সেপ্টেম্বর থেকে টোটো বন্ধের নির্দেশিকার প্রতিবাদে আন্দোলনে নামলেন শতাধিক টোটো চালক । বৃহস্পতিবার সকাল থেকে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবন ঘেরাও করে বিক্ষোভ দেখান উত্তেজিত টোটো চালকরা । অবিলম্বে সমস্ত টোটো চালকদের লাইসেন্স প্রদান, অযথা হয়রানি বন্ধ সহ ৫ দফা দাবীতে জেলা শাসককে স্বারকলিপি পেশ করে সংগ্রামী টোটো চালক ইউনিয়ন । তাদের দাবি মানা না হলে আগামীতে বৃহত্তর আন্দোলনের পথে পা বাড়াতে বাধ্য হবেন তাঁরা ।
সংগঠনের দাবী, চাকরি না পেয়ে প্রচুর বেকার যুবক তাদের আর্থিক সংস্থানের জন্য এই পেশায় ঝাপিয়েছে । সেক্ষেত্রে হঠাৎ করে সরকার টোটো নিষিদ্ধ করার অভিযানে নামার ডাক দেওয়ায় তাদের পরিবার পরিজনকে নিয়ে রাস্তায় নামা ছাড়া বিকল্প কোন পথ খোলা নেই বলে । যার প্রতিবাদেই এদিনের আন্দোলনের ডাক ।