আপনার দুয়ারে আপনার প্রশাসন নিয়ে তপনে হাজির দক্ষিন দিনাজপুর জেলা শাসক নিখিল নির্মল

২৮শে আগষ্ট, তপনঃ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জীর নির্দেশে দক্ষিন দিনাজপুর জেলায় প্রথম শুরু হলো আপনার দুয়ারে আপনার প্রশাসন। বুধবার তপনের মাঝিখন্ডা ফুটবল মাঠে আয়োজিত হয় এই অনুষ্ঠানের। যেখানে উপস্থিত ছিলেন দক্ষিন দিনাজপুর জেলা শাসক নিখিল নির্মল, অতিরিক্ত জেলা শাসক সাধারন কীর্তিবাস নায়েক, অতিরিক্ত জেলা শাসক উন্নয়ন রঞ্জন কুমার ঝাঁ, অতিরিক্ত জেলা শাসক ভূমি প্রনব কুমার ঘোষ সহ জেলা প্রশাসনের সমস্থ্য দপ্তরের আধিকারিকরা। এইদিন জেলা প্রশাসনের তরফ থেকে এই এলাকায় সরকারি সবধরনের দপ্তরের স্টল খুলে গ্রামের মধ্যে পৌছে দেওয়া হয় প্রশাসনের সব ধরনের সুবিধা। বিতরন করা হয় সরকারী ভিন্ন প্রকল্পের সুজোগ সুবিধা, যেখানে সবুজ সাথী থেকে কন্যাশ্রী, রূপশ্রী এমনকি স্থাস্থ্য দপ্তরের নানা উপকরন উপভোক্তাদের হাতে তুলে দেওয়া হয়। পুরস্কৃত করা হয় MGNREGA প্রকল্পে সেরা নার্সারি তৈরিতে যুক্ত তপনের এক স্বনির্ভর গোষ্টিকে। এছাড়াও শোনা হয় এলাকার মানুষের অভাব অভিযোগের কথা। যেখানে উঠে আসে তপন দীঘি সংস্কারের বিষয়, প্রায় ৩৭ কোটি টাকা বরাদ্দ হলেও কেন এক বছর থেকে সংস্কার হচ্ছে না এই দীঘি, তা এইদিন জানতে চান এলাকার মানুষজন। প্রশ্নের উত্তরে জেলা শাসক জানান দুইবার টেন্ডার প্রক্রিয়া করা হলেও কোন ঠিকাসংস্থা আগ্রহ প্রকাশ করেনি এই কাজের বিষয়ে। পাশাপাশি জেলা শাসক বলেন এই কাজ যেহেতু রাজ্য থেকে করা হচ্ছে তাই জেলা প্রশাসন এই কাজের তদারকি করতে পারছেনা। এছারাও বেশ কিছু রাস্তার দাবী সহ নানা ধরনের সামাজিক প্রকল্পের সুবিধা না পাওয়ার কথা বলেন এলাকার মানুষরা। আর এই সব প্রশ্নের উত্তর দেন জেলা শাসক সহ নিজ নিজ দপ্তরের আধিকারিকরা।

 

এইদিনের এই সভায় এলাকার মানুষ তাদের মনের কথা প্রশাসনকে কাছে পেয়ে বলতে পেরে যেমন খুসি তেমনি এলাকার সমস্যা দ্রুত সমাধান করতে পেরে প্রশাসনের উদ্যোগকে ধন্যবাদ জানান তারা। জেলা শাসক নিখিল নির্মল আমাদের জানান জেলার আটটি ব্লকেই এই ধরনের আপনার দুয়ারে আপনার প্রশাসন অনুষ্ঠান গ্রহন করবে জেলা প্রশাসন। তিনি বলেন এই দিনের এই অনুষ্ঠান ঘিরে এলাকার মানুষের উন্মাদনা ছিলো চোখে পরার মতো। যেখানে প্রশাসন এলাকার মানুষদের কাছে পৌছে জানতে পারছে এলাকার মানুষের মনের কথা তাদের প্রয়োজন। সরাসরি হাতে পাচ্ছে বিভিন্ন ধরনের অভাব অভিযোগের কথা।

 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *