ধান চাষে এবার দক্ষিন দিনাজপুর জেলা স্পর্শ করলো ১লক্ষ ৮০হাজার হেক্টর জমি, বাড়ানো হচ্ছে সুগন্ধি ধানের উৎপাদন
২৭শে আগষ্ট, বালুরঘাটঃ ধান চাষে এবার দক্ষিন দিনাজপুর জেলা স্পর্শ করতে চলেছে ১লক্ষ ৮০হাজার হেক্টর জমি, শুধু বালুরঘাটেই ধান চাষ হচ্ছে প্রায় ৩০ হাজার হেক্টর জমি। যা দক্ষিন দিনাজপুর জেলায় ধান উৎপাদন এবার রাজ্যে সারা ফেলবে বলে মনে করছে কৃষি বিশেষজ্ঞরা। আগষ্ট মাসে বৃষ্টির সামান্য ঘারতি থাকলেও এবার বর্ষায় পর্যাপ্ত বৃষ্টিপাত হয়েছে জেলায়, যার ফলে ধান বপন ইতিমধ্যে সম্পূর্ণ হয়েছে অধিকাংশ জমিতে, তবে পাট জমিতে ধান বপনের প্রক্রিয়া চলছে জেলায়। যার ফলে আরো ৫০০ হেক্টর জমিতে ধানের চাষ বাড়বে বলে জানান দক্ষিন দিনাজপুর জেলা সহ কৃ্ষি অধিকর্তা জ্যোতির্ময় বিশ্বাস। তিনি বলে এবার জেলায় ধান চাষের খরচ কমিয়ে কৃ্ষকদের বেশী মুনাফা হাতে তুলে দেওয়ার লক্ষ্য নেওয়া হয়েছিলো, যেখানে মানুষের নির্ভরতা কমিয়ে যন্ত্রের মাধ্যমে ধান বপন করতে উদ্যোগ গ্রহন করেছিল দক্ষিন দিনাজপুর জেলা কৃ্ষি দপ্তর। যারজন্য ট্রাক্টর থেকে ধান বপন যন্ত্র কৃ্ষকদের সরবরাহের ব্যাবস্থা গ্রহন করেছে জেলা কৃ্ষি দপ্তর, দেওয়া হয়েছে ভর্তুকি।
এর পাশাপাশি দক্ষিন দিনাজপুর জেলায় চাহিদা সম্পূর্ণ সুগন্ধি ধান চাষের দিকেও নজর রেখে বিশেষ ধান চাষের উদ্যোগ গ্রহন করেছে বালুরঘাট সহ কৃ্ষি আধিকারিক পার্থ মুখ্যার্জী। তিনি আমাদের বলেন জেলায় গতবারে পরীক্ষামুলক ভাবে প্রায় ৫০ একর জমিতে সুগন্ধি বাসমতী ধান চাষের উদ্যোগ গ্রহন করা হয়েছিলো। পরীক্ষামুলক এই ধান চাষে সফলতা পেলেও ধান থেকে চাল তৈরির জন্য উন্নতমানের হলার না থাকায় চালের গুনগত মান ধরে রাখা সম্ভব হয়নি। তাই জেলায় উন্নতমানের মিল তৈরির উদ্যোগ গ্রহন করছে দক্ষিন দিনাজপুর জেলা কৃ্ষি দপ্তর, বলে জানান বালুরঘাট সহ কৃ্ষি আধিকারিক পার্থ মুখ্যার্জী। তিনি বলেন এবার বাসমতীর বদলে দক্ষিন ২৪ পরগণার বিখ্যাত ধান দুধের সর ধান চাষ পরীক্ষামুলক ভাবে করা হচ্ছে, যা পুরোটাই জৈব্য প্রযুক্তিকে ব্যাবহার করে বলে জানান তিনি।