পূজোর আগেই আইসিডিএসে নিয়োগ হবে বালুরঘাটে, আধিকারিদের দ্রুত কাজ করার নির্দেশ চেয়াম্যানের
বালুরঘাট, ২৭ আগস্টঃ পূজোর আগেই বালুরঘাটে আইসিডিএস কর্মী নিয়োগের আশ্বাস দিলেন দপ্তরের চেয়ারম্যান । মঙ্গলবার বালুরঘাটে জেলা পরিষদ ভবনে আধিকারিক সহ কর্মাধক্ষ্যদের নিয়ে বৈঠক করেন অর্পিতা ঘোষ । যেখানেই ঠিক হয়েছে দ্রুততার সাথে কাজ করে পূজোর আগেই নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে । বৈঠকে উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি লিপিকা রায়, নারী ও শিশু কল্যাণ বিভাগের কর্মাধক্ষ্য মিঠু জোয়ারদার, জেলা পরিষদের মেন্টর শুভাশিস পাল সহ সমস্ত ব্লকের সিডিপিওরা । উল্লেখ্য, সম্প্রতি বালুরঘাটে আইসিডিএস পরীক্ষায় বসেন কয়েক হাজার পরীক্ষার্থী । তবে এখনো পর্যন্ত সম্পুর্ণ খাতা দেখা হয়নি । এদিন বৈঠকের মাধ্যমে আধিকারিকদের দ্রুততার সাথে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দিয়েছেন চেয়ারম্যান ।
অর্পিতা ঘোষ জানিয়েছেন, ১৫ থেকে ২০ দিনের মধ্যে খাতা দেখা সম্পন্ন হয়ে গেলে পূজোর আগেই আইসিডিএস নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হবে ।