ব্রাজিলে উদ্ধারকারীকে জড়িয়ে ধরে বাঘ জানালো কৃতজ্ঞতা, ছবি ভাইরাল
২৬শে আগষ্ট, ওয়ামাজনঃ বাঘ-সিংহের বন্য প্রাণী সাধারণভাবে আমাদের কাছে হিংস্রতার আদর্শ উদাহরণ হিসেবেই গণ্য হয়ে থাকে। কিন্তু প্রাকৃতিক বিপর্যয় অথবা সমস্যায় পড়লে মানুষের মতো তারাও আসলে অসহায়তাই অনুভব করে। যার সবচেয়ে বড় উদাহরণ ভাইরাল হওয়া এই ছবিটি। সেখানে দেখা যাচ্ছে ব্রাজিলের একটি নদীতে অসহায়ভাবে ভেসে যাওয়া বাঘ উদ্ধারকারী বন-আধিকারিককে কীভাবে জড়িয়ে ধরছে।
যদিও এটি ২০১৮ সালের তোলা ছবি। কিন্তু এই ছবিকে কেন্দ্র করে ছড়িয়ে পরেছে আরেকটি ভেজাল খবর বা চলতি ভাষায় আমরা যাকে বলি ফেক নিউজ। অনেকেই দাবী করছেন বর্তমানে আমাজনের জঙ্গলে ঘটে চলা বিধ্বংসী আগুনের হাত থেকে বাঁচতেই বাঘটি প্রাণ বাঁচাতে জলে ঝাঁপিয়ে পড়ে। এই তথ্যটি একেবারেই মিথ্যা। তবে ঘটনাটির সময় যাই হোক না কেন? কোনও সন্দেহই নেই যেখানে পশুত্ব আসলে ছুয়ে ফেলছে মানবতাকে।