বিধায়কের আত্মীয়ের মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও নার্সদের মারধরের অভিযোগ
২৬শে আগষ্ট, রায়গঞ্জঃ বিধায়কের আত্মীয়ের মৃত্যুকে কেন্দ্র করে চিকিৎসক ও নার্সদের মারধরের অভিযোগ উঠল রোগীর পরিবারের বিরুদ্ধে। ভাঙচুর করা হয়েছে হাসপাতালও। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে। এই ঘটনায় হাসপাতাল চত্বরে ব্যাপক উত্তেজনা দেখা দিয়েছে। ঘটনাস্থলে রায়গঞ্জ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। ঘটনার তদন্ত শুরু করেছে রায়গঞ্জ থানার পুলিশ।
হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, তৃনমূল কংগ্রেস বিধায়ক মনোদেব সিনহার আত্মীয় করনদিঘীর, খিকিরটোলা গ্রামের বাসিন্দা লিপিকা সিনহা রবিবার রাতে বুকে ব্যাথা নিয়ে রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন। রোগীর আত্মীয়দের অভিযোগ, রাতের বেলা বুকের ব্যাথা বেশি হলে কর্তব্যরত নার্সেরা তাঁকে ইঞ্জেকশন করেন। এরপর সোমবার সকালে মৃত্যু হয় ওই রোগীনির। ভূল ইঞ্জেকশন করার ফলেই মৃত্যু হয়েছে ওই রোগীনির এই অভিযোগ তুলে মৃতার পরিবারের লোকজন দলবল নিয়ে এসে সোমবার রায়গঞ্জ গভর্মেন্ট মেডিকেল কলেজ হাসপাতালের কর্তব্যরত নার্স ও চিকিৎসকদের মারধর করে ও হাওপাতাল ভাঙচুর করে। এই ঘটনায় ব্যাপক উত্তেজনা দেখা দেয়।