দলীয় ব্যানার ফেস্টুন ছাড়াই সভা করলেন বিপ্লব মিত্র, সমালোচিত দলের অন্দরে
বালুরঘাট, ২৪ আগস্টঃ বিজেপিতে ঢুকেও দলীয় ব্যানার ফেস্টুন ছাড়াই সভা করলেন সদ্য তৃণমূল ছেড়ে বিজেপিতে যাওয়া বিপ্লব মিত্র । ঘটনা শুনে অবাক দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপি সভাপতি শুভেন্দু সরকার । কীসের সভা সেই প্রশ্নে সরব হয়েছেন শহরের বাসিন্দারাও । শুক্রবার গঙ্গারামপুর শহরের ৭নং ওয়ার্ডের সাহাপাড়াতে অনুষ্ঠিত ওই সভা ঘিরে গুঞ্চন ছড়িয়েছে । সদ্য তৃণমূল থেকে বহিষ্কৃত গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যান তথা বিপ্লব মিত্রের ভাই প্রশান্ত মিত্রের উপস্থিতি ঘিরে বিতর্ক দেখা দেয় । অন্যদিকে জেলা নেতৃত্বদের অনুপস্থিতি সহ বিজেপির ব্যানারহীন ওই সভা ঘিরে দলের অন্দরে সমালোচনার মুখে পড়েছেন তৃণমূলত্যাগী বিপ্লব মিত্র । গঙ্গারামপুর পৌরসভার দুই কাউন্সিলরের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই সভার মাধ্যমে তৃণমূলকে তীব্র আক্রমণ করেন বিপ্লব । আগামীতে জেলা থেকে বিজেপিকে মুছে ফেলার হুঁশিয়ারি দিয়েছেন তিনি ।
লোকসভা নির্বাচনে জেলায় তৃনমূলের ভরাডুবির পরেই নিজের অস্তিত্ব টিকিয়ে রাখতে দিল্লীতে গিয়ে কেন্দ্রীয় নেতৃত্বদের হাত ধরে বিজেপিতে যোগ দেন তৃণমূলত্যাগী বিপ্লব মিত্র । যার পর জেলায় ফিরতেই একপ্রকার একঘরে হয়ে পড়েন বিপ্লব । বিজেপিতে যোগ দিলেও দলের তরফে তাঁকে কোন পদ না দেওয়ায় গুরুত্ব কমতে থাকে । এদিকে গঙ্গারামপুর পৌরসভায় অনাস্থা এনে চেয়ারম্যারনের পদ থেকে সরিয়ে দেওয়া হয় বিপ্লব মিত্রের ভাই প্রশান্ত মিত্রকে । এমন পরিস্থিতিতেই শুক্রবার বিকেলে গঙ্গারামপুরে নিজের ওয়ার্ডে একটি ক্লাবের সামনে ব্যানারহীন ভাবে সভা করেন বিপ্লব মিত্র । তবে ওই সভায় বিজেপির কোন জেলা নেতাকে লক্ষ্য করা যায়নি । ছিলো না কোন ফ্ল্যাগ ফেসটুনও । তবে বিপ্লবের পেছনেই তৃণমূল দলের একটি অনাবৃত ফেসটুন ঘিরে প্রশ্ন ওঠে । যেখানে তৃণমূল থেকে বহিষ্কৃত প্রশাত মিত্রের বক্তব্য পেশ নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকেই ।
শহরের জগন্নাথ বসাক, মৃদুল ঘোষরা জানিয়েছেন, কি নিয়ে সভা তা স্পষ্ট নয় । তবে কোন রাজনৈতিক সভা হলে ফ্ল্যাগ ফেসটুন থাকে । এখানেই কিছুই ছিলনা । দেখে মনে হচ্ছে কোন পারিবারিক সভা । উল্টে সভার পেছনে অনাবৃত তৃণমূলের ফেসটুন দেখা গিয়েছে ।
বিজেপির জেলা সভাপতি শুভেন্দু সরকার বলেন, কোথাও কোন সভা করার বিষয় তাঁর কাছে জানা নেই।