উত্তরবঙ্গ কৃষি বিশ্ব বিদ্যালয়ের মাঝিয়ান কৃষি মহাবিদ্যালয়ের ভবনের উদ্বোধনে রাজ্যের দুই মন্ত্রী
বালুরঘাট ২১ আগষ্টঃ উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের সম্প্রসারিত কৃষি মহাবিদ্যালয়ের ভবনের উদ্বোধন করলেন রাজ্যের কৃষি মন্ত্রী ডঃ আশীষ বন্দোপাধ্যায় ও উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ।
বুধবার দক্ষিন দিনাজপুর জেলার বালুরঘাট এলাকার পতিরামের মাঝিয়ান উত্তরবঙ্গ কৃষি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের কয়েক কোটি আর্থিক সহয়তায় কৃষি মহাবিদ্যালয়ের ভবন গড়ে তোলা হয়েছে।
এই বিল্ডিং উদ্বোধন করে উত্তরবঙ্গ উন্নয়ন দফতরের মন্ত্রী রবীন্দ্র নাথ ঘোষ বলেন উত্তর ও দক্ষিন দিনাজপুর ও মালদহের কৃষির উন্নয়নের পাশাপাশি ছাত্র ছাত্রীদের কৃষি শিক্ষায় উন্নত করার দিকে লক্ষ রেখে মুখ্যমন্ত্রী এই জেলায় এই কৃষি মহাবিদ্যালয় স্থাপনের ব্যাপারে উদ্যোগী হয়। আজ কিছু কাজ বাকি থাকলেও এই মহাবিদ্যালয় গড়ে তোলা হয়েছে। যা সারা রাজ্যের পাশাপাশি সারা দেশের কাছে ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ কৃষি গবেষনার পাশাপাশি রাজ্যে কৃ্ষি নিয়ে পড়াশুনায় একটি দিগন্ত খুলবে বলেই তিনি আশা প্রকাশ করেন।।