শহীদ চুড়কা মুর্মু শহীদ বেদীতে মাল্যদান করেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার
১৮ই আগষ্ট, বালুরঘাটঃ এদিন বালুরঘাট স্বাধীনতা দিবসকে সামনে রেখে বীর শহীদ চুড়কা মুর্মুর স্মৃতি চারণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। চকরাম গ্রামে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ ও চুড়কা মুর্মু স্মৃতি রক্ষা সমিতির উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। অনুষ্ঠানে কবাডি প্রতিযোগিতা, তীরন্দাজী সহ আদিবাসী নৃত্য প্রদর্শিত হয়েছে । অনুষ্ঠানে শহীদ বেদীতে মাল্যদান করেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার সহ বিশিষ্টজনেরা । উপস্থিত ছিলেন আরএসএসের প্রান্ত সহ সম্পর্ক প্রমুখ প্রদীপ সাহা, সহ বৌদ্ধিক প্রমুখ উদয় শংকর সরকার, জেলা সঙ্ঘ চালক অরুণ কুমার মহান্ত, জেলা প্রচারক মলয় দত্ত প্রমুখ । এদিন বিদ্যাভারতী উত্তরবঙ্গের তরফে দিবাকর ঘোষ, পার্থ ঘোষ উপ্সথিত ছিলেন অনুষ্ঠানে । ১৯৭১ সালের বাংলাদেশ স্বাধীনতা যুদ্ধে পাকিস্তানী সেনাদের এলোপাথাড়ি গুলিতে ঝাঁঝরা হয়ে যায় চুড়কা মুর্মু । সেই সময় বিএসএফকে সাহাস্য করতে পাকিস্তানী খান সেনাদের মোকাবেলা এসেছিল মাত্র কুড়ি বছর বয়সী ওই আদিবাসী যুবক । ৭১এর যুদ্ধের ১৮ই আগস্ট তার মৃত্যুর পর এলাকার সমস্ত মানুষ তাঁকে শহীদ বলে সম্মান করেন ।
বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার জানিয়েছেন, ঘটা করে পালন করা হয়েছে বালুরঘাটের স্বাধীনতা দিবস । এদিন বীর শহীদদের স্মৃতির উদ্দেশ্যে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয় । তার গ্রামে গিয়ে সেখানে শহীদ বেদীতে মাল্যদান করে তাকে শ্রদ্ধা জানানো হয়েছে ।