বড়সড় মাদক পাচার চক্রের কিনারা করল কুমারগঞ্জে
১৭ই আগষ্ট, কুমারগঞ্জঃ গোপন সূত্রে খবর পেয়ে বড়সড় মাদক পাচার চক্রের কিনারা করল কুমারগঞ্জ থানার পুলিশ । শুক্রবার রাতে এক বিশেষ অভিযান চালিয়ে এক কুখ্যাত পাচারকারী সহ তার দুই শাগরেদকে গ্রেপ্তার করেছে পুলিশ । দক্ষিণ দিনাজপুর জেলার কুমারগঞ্জ ব্লকের ভারত-বাংলাদেশ সীমান্ত লাগোয়া ভুতকুড়ি এলাকার ঘটনা । পুলিশ জানিয়েছে ধৃতদের নাম মাসুদ আলম মন্ডল (৪২), মহঃ সামিল সরকার (২৮) ও লিটন মণ্ডল (২০) । কুমারগঞ্জ থানার ভুলকিমারির তুলোট, কামারপাড়ার বাদআঙিনা এবং সোমজিয়ার নোয়াপাড়া এলাকার বাসিন্দা । ধৃতদের কাছে থেকে ১১৫ বোতল অবৈধ ফেন্সিডিল উদ্ধার করেছে পুলিশ । শনিবার ধৃতদের ৩ দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেছে বালুরঘাট জেলা আদালত । উল্লেখ্য, কুমারঞ্জের বর্ডার এলাকা দিয়ে বাংলাদেশে বিভিন্ন মাদক পাচার কাজে লিপ্ত ছিল ধৃতরা । তাদের অত্যাচারে স্থানীয় বাসিন্দারা চরম বিপাকে পড়েছিলেন ।
কুমারগঞ্জ থানার ওসি সঞ্জয় মুখার্জ্জী জানিয়েছেন, বেশকিছু দিন ধরে কুমারগঞ্জ এলাকায় মাদক পাচার কাজে জড়িয়েছিল অভিযুক্তরা । শুক্রবার গোপন খবরে তাদের গ্রেপ্তার করা হয়েছে । ধৃতদের বিরুদ্ধে এনডিপিএস ধারায় মামলা দায়ের করেছে পুলিশ ।