দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বুনিয়াদপুর পালিত হলো ফুটবল প্রেমী দিবস
১৬ই আগষ্ট, বুনিয়াদপুরঃ 16 ই আগস্ট দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে বুনিয়াদপুর পালিত হলো ফুটবল প্রেমী দিবস। 1980 সালের আজকের দিনে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচকে ঘিরে গন্ডগোলের জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হয়েছিল বহু ফুটবল প্রেমীর। সেদিনের এই মৃত্যু মিছিলে ছিলেন বালুরঘাটের এক ফুটবলপ্রেমী সনৎ বসু। তিনি উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহন সংস্থার কর্মচারী ছিলেন, সরকারি কাজে কলকাতায় গিয়ে কাজের ফাঁকে ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ম্যাচ দেখতে গিয়েছিলেন ময়দানে।
সেখানে এই দুর্ঘটনায় পদপিষ্ট হয়ে মৃত্যু হয় তার। সেদিনের এই মৃত্যুকে ঘিরে সারা বাংলায় এ দিনটিকে পালন করা হয় কালো দিবস হিসাবে। তাই এদিন বুনিয়াদপুরএ প্রতিবারের ন্যায় জেলা ক্রীড়া সংস্থার উদ্যোগে রক্তদান শিবির ও শহীদ স্মরণে অনুষ্ঠান পালিত হয়। প্রতিবার জেলা সদর বালুরঘাটে দিবসটি পালিত হলেও জেলা ক্রীড়া সংস্থা এবার এই অনুষ্ঠানটিকে জেলার গঙ্গারামপুর মহকুমার বুনিয়াদপুর এ পালন করবার চিন্তা করেছিল। এদিন রক্তদান শিবির এর পাশাপাশি সেদিনের সেই দিনটিকে স্মরণ করা হয়। উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গৌতম গোস্বামী গঙ্গারামপুর মহকুমা শাসক দীপাঞ্জন রায় সহ বিভিন্ন ক্রীড়াপ্রেমী মানুষরা। জেলা ক্রীড়া সংস্থার সম্পাদক গৌতম বাবু আমাদের জানান প্রতিবার বালুরঘাটে এ দিবসটি পালিত হলেও এবার জেলা ক্রীড়া সংস্থা অনুষ্ঠানটিকে গঙ্গারামপুর মহাকুমার পরিকল্পনা করেছিল। যার মাধ্যমে ফুটবলকে আরো বেশি করে প্রান্তিক এলাকায় পৌঁছে দেওয়া সম্ভব হয়। তাই বুনিয়াদপুর এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বহুমুখী মানুষকে একত্রিত করতে পেরেছে দক্ষিণ দিনাজপুর জেলা ক্রীড়া সংস্থা।