কৃ্ষি দপ্তরের উদ্যোগে তুলাই পাঞ্জি চাষ নিয়ে কৃষকদের প্রশিক্ষণ কালিয়াগঞ্জে
১৬ই আগষ্ট, কালিয়াগঞ্জঃ কৃষকদের উন্নতির লক্ষ্যে রাজ্য কৃষি দপ্তরের উদ্যোগে বিজ্ঞান প্রযুক্তির মাধ্যমে প্রশিক্ষন দেওয়া হচ্ছে কৃশকদের। এর মাধ্যমে অধিক সাশ্রয় এবং অধিক লাভ জনক ধান চাষ করতে পারবেন কৃষকরা। ধান রোয়ার যন্ত্রের ব্যবহারে উৎসাহ দিচ্ছে উত্তর দিনাজপুর জেলার কালিয়াগঞ্জ ব্লক কৃষি দপ্তর।
কালিয়াগঞ্জ ব্লকের ভান্ডার ও অনন্তপুর অঞ্চলের দুটি জায়গায় ১ একক করে জমিতে কৃষি দপ্তরের সহযোগিতায় যন্ত্র দিয়ে উত্তর দিনাজপুর জেলার সুনামধন্য তুলাই পাঞ্জি চালের বীজ রোয়া করে চাষীদের প্রদর্শনী ক্ষেত্র তৈরী করা হয়। এই যন্ত্রের মাধ্যমে দ্রুত দক্ষতার সঙ্গে ধান রোয়া করা সম্ভব। কারন এই যন্ত্রের মাধ্যমে অল্প সময়ের এবং অল্প খরচের মধ্যে বেশি পরিমান ধানের গাছ রোপন করা যাবে এবং ধানের উৎপাদন বৃদ্ধি পাবে বলে দাবী।