গৌড় লিঙ্ক ও তেভাগা এক্সপ্রেসকে চালু রেখে নতুন ট্রেন পরিষেবা চালুর করবার দাবীতে রেল বোর্ডে সাংসদ

০৭ই আগষ্ট, দিল্লিঃ বুধবার হঠাৎ সোশ্যাল মিডিয়ায় খবর প্রচারিত হয় গৌড় লিঙ্ক ও তেভাগা এক্সপ্রেসকে বাতিল করে সপ্তাহে সাতদিন হবে হাওড়া বালুরঘাট এক্সপ্রেস ও সংযোজন হবে বালুরঘাট চিৎপুর এক্সপ্রেস। আর এই খবর দক্ষিন দিনাজপুর জেলায় প্রচারিত হতেই জেলার ট্রেন পরিষেবা নিয়ে চিন্তার ঝড় উঠে যায় পাশাপাশি তেভাগাকে বালুরঘাটের পরিবর্তে রাধিকাপুরে সরিয়ে নেবার ভাবনাকেও বাস্তবায়ন করবার চক্রান্ত বলে মনে করতে শুরু করে জেলার বাসিন্দারা। আর এই সব খবর যতই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পরে ততই উত্তাল হতে থাকে বিভিন্ন মহলের প্রতিক্রিয়া।

 

আর এই সম্ভবনার মধ্যেই এই খবরকে যাচাই করতে ও এই ঘটনার প্রতিবাদ করতে বুধবার বিকালে রেল ভবনে গিয়ে রেল বোর্ডের চেয়ারম্যান ভি.কে. যাদবের সঙ্গে দেখা করেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তিনি আমাদের বলেন তিনি এইদিন বেলা ৪টায় রেল বোর্ডের চেয়ারম্যানের সঙ্গে দেখা করেন মুলত দুইটি বিষয় নিয়ে, যার একটি হলো রেল মন্ত্রীকে রেল সংক্রান্ত দেওয়া দাবী গুলোকে পুনরায় রেল বোর্ডের চেয়ারম্যানের হাতে তুলে দেওয়া আর দুই নম্বর বিষয় বালুরঘাট থেকে কোন ট্রেন পরিষেবা বাতিল না করে নতুন ট্রেন পরিষেবা চালু করা। যেখানে রেল বোর্ডের চেয়ারম্যান ভি.কে. যাদব জানান বালুরঘাট থেকে কোন ট্রেন বাতিল হচ্ছে তা তার জানা নেই। তবে এমনটা যাতে না হয় তা তিনি দেখবেন। জানাযায় এইদিন সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হয় গৌড় লিঙ্ক ও তেভাগা এক্সপ্রেসকে বাতিল করে সপ্তাহে সাতদিন হবে হাওড়া বালুরঘাট এক্সপ্রেস ও সংযোজন হবে বালুরঘাট চিৎপুর এক্সপ্রেস। সেই সঙ্গে মালদা টাউন স্টেশনের পরিবর্তে বালুরঘাট থেকে ছাড়বে দিল্লি যাবার ফারাক্কা এক্সপ্রেস। চিৎপুর এক্সপ্রেস দুই দিক থেকেই রাত ১০.৩০ মিনিটে ছেড়ে সকাল ৭ টায় নিজ নিজ গন্তব্যস্থলে পৌছবে। কিন্তু কেন তেভাগা এক্সপ্রেসকে বাতিল করা হচ্ছে তা নিয়ে উঠছে প্রশ্ন, অনেকের আশংঙ্খা এই ট্রেনটিকে বালুরঘাটের বদলে রাধিকাপুর থেকে চালাবার ভাবনা করছে রেল। যার ফলে দক্ষিন দিনাজপুর জেলায় আর সকালে কলকাতা যাবার কোন ট্রেন পরিষেবা থাকছে না। শুধু হাওড়া থেকে সকালে যে ট্রেনটি সপ্তাহে দুই দিন আসে সেই ট্রেনটি প্রতিদিন হবে। যার ফলে সকালে মালদা, ফারাক্কা, রামপুরহাট, শান্তিনিকেতন বর্ধমান যাবার আর কোন ব্যাবস্থা থাকবে না, পরিবর্তে যার পরিষেবা পাবে উত্তর দিনাজপুর জেলা বাসি। যা নিয়ে সরব দক্ষিন দিনাজপুর জেলার মানুষ থেকে প্রাক্তন সাংসদ  অর্পিতা ঘোষ ও বর্তমান বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। আর এই নিয়ে এইদিন দাবী পত্রও পৌছে দেওয়া হয়। প্রাক্তন সাংসদ ও জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ জানান এই বিষয়টি কখনো মেনে নেওয়া হবে না তেভাগা ও গৌড় লিঙ্ক এক্সপ্রেসকে কোন ভাবে বাতিল করার রেলের ভাবনাকে বাস্তবায়িত করতে দেওয়া হবেনা। একদিকে তেভাগা এক্সপ্রেস একমাত্র সকালে বালুরঘাট থেকে কলকাতা যাবার ট্রেন আর অন্যদিকে শিয়ালদহ থেকে এই জেলায় আসা গৌড় লিঙ্ক এক্সপ্রেস একমাত্র ট্রেন, যা বাতিল হলে এই জেলার মানুষের বহুল ক্ষতি হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *