১১ জন কাউন্সিলর এর উপস্থিতিতে পাশ হলো চেয়ারম্যানের বিরুদ্ধে গঙ্গারামপুর পৌরসভার অনাস্থা
০৫ই আগষ্ট, গঙ্গারামপুরঃ ১১ জন কাউন্সিলর এর উপস্থিতিতে পাশ হলো গঙ্গারামপুর পৌরসভার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা। অন্যদিকে হাইকোর্টের ডিভিশন ব্রেঞ্চে ধাক্কা খেলো পৌরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্র।
ইতিমধ্যে অমলেন্দু সরকারের নেতৃত্বে ধনি ভোটে পাশ হয় গঙ্গারামপুর পৌরসভার অনাস্থা। সকাল থেকেই ব্যাপক পুলিশি নিরাপত্তায় চলে অনাস্থা। পাশ হতেই উল্লাসে মাতে তৃণমূল কর্মী সমর্থকরা। গঙ্গারামপুর বাসস্ট্যান্ডে কর্মীদের নিয়ে উপস্থিত থাকেন জেলা তৃণমূল সভাপতি অর্পিতা ঘোষ, শঙ্কর চক্রবর্তী সহ অন্যান্য নেতৃত্বরা।