পরমানু বোমা ও যুদ্ধের নির্মম পরিনতিকে তুলে ধরে সমবেত নাট্যকর্মীর নাটক প্রগ্রেস, মঞ্চস্থ্য হবে ৬ই আগষ্ট

৫ই আগষ্ট, বালুরঘাটঃ পরমানু বোমা কিম্বা যুদ্ধের ভয়ানক পরিণতি, সব কিছুতেই সভ্যতার নির্মম এক পরিনতির নাম হলো যুদ্ধ। যা থেকে কিছু মেলে না, শুধু হারানোর বেদনায় ভরিয়ে দেয় মানুষের বাস্তব জীবনে। যার ক্ষত হয়তো কোনদিন ভুলতে পারে না মানুষ। আর সেই যুদ্ধে পরমানু বোমার ব্যাবহার যে কতটা ভয়াবহ হতে পারে তা ১৯৪৫ সালের ৬ই আগষ্ট জাপানের হিরোসীমা কিম্বা নাগাশাকিতে লিটিল বয় কিম্বা ফ্যাট ম্যানের বিস্ফোরনে আমাদের সামনে ফুটে উঠেছিলো। যার প্রভাব আজকেও জাপানের এই দুই শহরে গেলে দেখা যাবে। আর সেই ঘটনার প্রেক্ষাপট অবলম্বনে বালুরঘাট সমবেত নাট্যকর্মীর নিবেদন প্রগ্রেস, যা আগামী মঙ্গলবার বালুরঘাট নাট্যতীর্থে মঞ্চস্থ্য হবে।

 

বিদেশী এক নাটককে বাংলায় অনুবাদ করে বালুরঘাট সমবেত নাট্যকর্মীর নির্দেশক প্রদোষ মিত্র পরিবেশন করতে চলেছেন বালুরঘাটে। এই নাটকের নির্দেশককে দেখা যাবে নাটকের প্রধান চরিত্রে। ১৯২৪ সালে জাপানের পরমানু বোমা বিস্ফোরনের প্রায় ২০ বছর আগে ইংল্যান্ডে লেখা হয়েছিল সেই পরমানু বোমা বিস্ফোরনের ভয়াবহতার ছবি। যা ২০ বছর পরে সাধারন মানুষের কাছে বাস্তবে ফুঁটে ওঠে। নির্দেশক নাটকটি তৈ্রি হওয়ার ৯৫ বছর পরে তুলে ধরতে চলেছেন সাধারন মানুষের কাছে সেই নাটকটির ভাবনাকে, যা দর্শকের কাছে তুলে ধরবে পরমানু বোমা কিম্বা যুদ্ধের ভয়ানক পরিণতি প্রতিছবি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *