সোমবার গঙ্গারামপুর পৌরসভায় অনাস্থা, অনাস্থা এড়াতে প্রশান্ত মিত্রের কৌশলে তাকিয়ে রাজ্য রাজনীতি
৫ই আগস্ট, গঙ্গারামপুরঃ সোমবার গঙ্গারামপুর পৌরসভায় অনাস্থা ঘিরে জোড় প্রস্তুতি শুরু করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। অনাস্থার আগেই শুক্রবার বিকেলে পুরসভার চেয়ারম্যান প্রশান্ত মিত্রের একটি বিবৃতিকে ঘিরে জোড় জল্পনা ছড়িয়েছে। চেয়ারম্যান একটি অর্ডার কপি দেখিয়ে দাবী করেন সোমবারের অনাস্থা প্রক্রিয়া পিছিয়ে দেওয়া হয়েছে। এইদিন পুরসভার ভাইস চেয়ারম্যান তুলসি প্রশাদ চৌধুরী বিজ্ঞপ্তি জারি করেন সোমাবার অনাস্থা অনিদিষ্ট কালের জন্য স্থগিত করা হচ্ছে উচ্চ আদালতের আদেশে। আর যার পরেই আনন্দে উচ্ছ্বাসে ভাসে চেয়ারম্যানের বেশকিছু অনুগামীরা। শহরে মিছিল করে ফটকা ফাটাতেও দেখা গিয়েছে অনেককে।
যার পাল্টা ঘোষনা শোনা যায় প্রাক্তন ভাইস চেয়ারম্যান অমলেন্দু সরকারের মুখে। তিনি বলেন আদালত কোন আদেশ দেয়নি, প্রশান্ত মিত্র মিথ্যা তথ্য তুলে ধরেছেন। যা আদালত অবমাননার সমান। এই সব কিছুর মধ্যেই সোমবার চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা হচ্ছে তা এক প্রকার নিশ্চিত করেছে জেলা প্রশাসন। সূত্রের খবর, কড়া পুলিশি পাহাড়ার মধ্য দিয়ে অনাস্থা কার্যক্রম সম্পন্ন হবে। যার প্রক্রিয়া ইতিমধ্যে সম্পূর্ণ করতে কাজ শুরু করেছেন জেলা পুলিশ। ইতিমধ্যে কড়া নিরাপত্তায় মুরে ফেলা হয়েছে গঙ্গারামপুর শহর। এলাকায় এলাকায় চলছে পুলিশি টহল। তৃণমূল জেলা সভাপতি অর্পিতা ঘোষ বলেন তাদের সঙ্গে পুরসভার সংখ্যা গরিষ্ঠ কাউন্সিলর রয়েছে, যার প্রমান সোমবারের অনাস্থায় ফুঁটে উঠবে।