বালুরঘাট সব্যসাচী ক্লাবের ৫০ বর্ষে পুজোয় খুটি পূজার মাধ্যমে শুরু মন্ডব তৈরির কাজ
বালুরঘাট ২ আগষ্ট ; সারা বছর আম বাঙ্গালী যে পুজোর অপেক্ষায় বসে থাকেন, সেই মা দুর্গা আসছেন। আর মাত্র দুমাস, তারপরেই অপেক্ষার অবসান। সেই মায়ের আগমন উপলক্ষে বালুরঘাট শহরের রথতলা পাড়ার ঐতিহ্যপুর্ন ক্লাব সব্যসাচী ক্লাব তাদের পুজো প্যান্ডেল শুরু করার আগে পুজো আর্চনার মধ্যে দিয়ে অনুষ্ঠিত হলো খুটি পুজো।
বালুরঘাট শহরের নিজস্ব প্রাঙ্গনে সব্যসাচী ক্লাবের খুটি পুজো অনুষ্ঠিত হয়। সব্যসাচী ক্লাবের পুজো এবার ৫০ বর্ষে পদার্পন করতে চলেছে। সেদিকে লক্ষ্য রেখে ক্লাবের পক্ষ থেকে তাদের এবার পুজোকে জাক জমক ভাবে পালিত করার পাশাপাশি নানান সামাজিক কর্মসুচির মাধ্যমে পালন করা হবে বলে জানিয়েছেন ক্লাবের এবারের পুজো কমিটি সম্পাদক পার্থ ভট্টচার্য্য।
পাশাপাশি তিনি এবারের পুজো মন্ডপকে ঘিরে পরিবেশ সুরক্ষার ব্যাপারেও দর্শনার্থীদের মধ্যে সচেতনতার জন্য তুলে ধরবেন বলে জানিয়েছেন।