গোয়ালপোখরে জমি নিয়ে শরিকি সংঘর্ষ, অ্যাসিড ছোঁড়ায় আহত চারজন
২রা আগষ্ট, রায়গঞ্জঃ ভিটা জমি নিয়ে শরিকি সংঘর্ষ, অ্যাসিড ছোঁড়ায় আহত চারজন। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার গোয়ালপোখর থানার সাহাপুর গ্রামে। আহতদের গোয়ালপোখরের লোধন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি করা হয়েছে। এলাকায় ব্যাপক উত্তেজনা রয়েছে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছেছে গোয়ালপোখর থানার পুলিশ। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গোয়ালপোখর থানার সাহাপুর এলাকায় দুই পরিবারের মধ্যে জমি নিয়ে বিবাদ চলছিল।
এদিন জমি মাপাকে কেন্দ্র করে বচসা বাধে। অভিযোগ, আচমকা মজিবুর রহমান ও তার ভাই আকবর আলি অ্যাসিড ছোঁড়ে। অ্যাসিডের আক্রমনে লাভলী খাতুন, নাজনিন বেগম, হাসান রেজা সহ সাহাপুর গ্রামপঞ্চায়েতের প্রাক্তন প্রধানের স্বামী আফতাব আলি গুরুতর আহত হয়। ঘটনার তদন্ত শুরু করেছে গোয়ালপোখর থানার পুলিশ।