হিলি সীমান্তে পালিত হলো কার্গিল যুদ্ধের ২০ তম বর্ষপূর্তি
২৬শে জুলাই, হিলিঃ ভারত-বাংলাদেশ সীমান্তের হিলিতে সাড়ম্বরে পালিত হলো কার্গিল যুদ্ধের ২০ তম বর্ষপূর্তি। সারা দেশের পাশাপাশি শুক্রবার দক্ষিন দিনাজপুর জেলার হিলি ব্লকের হিলি হাইস্কুল মাঠে কার্গিলে শহীদ বীর জওয়ানদের প্রতি শ্রদ্ধা জানানো হয় বিএসএফ বাহিনীর তরফে। এদিন বীর শহীদ জওয়ানদের স্মৃতির উদ্দ্যেশে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হিলির বিডিও সঞ্জয় সুব্বা, বিএসএফের ১৯৯ ব্যাটেলিয়নের সিও বলবন্ত সিং নেগী প্রমূখ। শহীদ বেদীতে মাল্যদান করেন বি এস এফ জওয়ানরা। একই সাথে এদিন তপনে আটিলা বিওপিতে হয় কার্গিল দিবস পালন করে ১২২ নম্বর বি এস এফ ব্যাটিলিয়ন। জওয়ানদের তরফে পুষ্পার্ঘ্য অর্পণ করা হয় শহীদ বেদীতে।