বালুরঘাটে এইমসের ধাঁচে হাসপাতাল গড়ার আর্জি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর কাছে দরবার করলেন সাংসদ সুকান্ত মজুমদার
২৬শে জুলাই, দিল্লিঃ দেশের পিছিয়ে পরা জেলা দক্ষিন দিনাজপুর জেলা সদর বালুরঘাটে এইমসের ধাঁচে হাসপাতাল গড়ার আর্জি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রীর কাছে দরবার করলেন সাংসদ সুকান্ত মজুমদার। দক্ষিন দিনাজপুর জেলায় সেইভাবে উন্নত স্বাস্থ্য ব্যাবস্থা নেই, ফলে জেলার মানুষকে চিকিৎসার জন্য ছুটে যেতে হয় জেলার বাইরে কখন মালদা মেডিক্যাল কলেজ কিম্বা শিলিগুড়ি বা কলকাতায়। কখনও কখনও জেলার মানুষকে চিকিৎসার জন্য ছুটে যেতে হয় চেন্নাই অথবা মুম্বাই। আর এই সব তথ্য তুলে ধরে বালুরঘাটে এইমসের ধাঁচে হাসপাতাল গড়ার আর্জি নিয়ে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধনের কাছে দাবী জানালেন বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। তিনি আমাদের বলেন এই জেলার স্বাস্থ্য পরিস্থিতি এতোটাই করুন দশায় অবস্থিত যে, তা তিনি এই জেলায় সাধারন অধিবাসি হিসাবে বুঝেছেন। তিনি এলাকায় নির্বাচনী প্রচারে গিয়ে আরো বুঝতে পারেন, যখন সাধারন মানুষ তার কাছে এই জেলার স্বাস্থ্য ব্যাবস্থার উন্নত করবার আর্জি জানায়। আর সেই সময় জেলার মানুষের কাছে দেওয়া প্রতিশ্রুতি পুরন করতেই তার সংসদের প্রথম অধিবেশনেই তা তুলে ধরা শুধু নয়, তিনি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধনের কাছে এই দাবী জানালেন।
তিনি বলেন এই জেলার সার্বিক পরিস্থিতি কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রী হর্ষ বর্ধনের কাছে তুলে বলেন এই জেলা শুধু নয় উত্তর দিনাজপুর, মালদা, দার্জিলিং জেলা সহ সমগ্র উত্তরবঙ্গের স্বাস্থ্য পরিষেবার উন্নতি হবে এই জেলায় এইমসের ধাঁচে হাসপাতাল গড়ে উঠলে। জেলার মানুষের সামান্য স্বাস্থ্য অবস্থার অবনতি হলেই তাদের যেতে হয় জেলা থেকে কয়েকশ কিলোমিটার দূরে। তা ছাড়া দক্ষিন দিনাজপুর উত্তরবঙ্গে একমাত্র জেলা যেখানে কোন মেডিক্যাল কলেজ গড়ে ওঠেনি। যদিও বর্তমানে কার্শিয়াং ও আলিপুরদুয়ার গড়ে উঠলেও তাদের কাছেই দুইটি বড় মেডিক্যাল কলেজ অবস্থিত। কিন্তু বালুরঘাট সেই সুজোগ সুবিধা থেকে বঞ্চিত শুধু নয়, এই জেলার খারপ যোগাযোগ ব্যাবস্থার জন্য চিকিৎসা করাতে সমস্যায় পরতে হয়। তাই জেলায় এইমসের ধাঁচে হাসপাতাল গড়ে উঠলে সেই সব সমস্যা থেকে জেলার মানুষ সুরাহা পাবে। সাংসদ সুকান্ত মজুমদার বলেন তার কথা মনোযোগ দিয়ে শোনা শুধু নয়, তিনি এই বিষয়টি নিয়ে ভাবনা চিন্তা করবার আর্জি জানান।