দুঃস্থ শিশুদের দেখতে হো মে ছুটে গেলেন জেলা শাসক
২৫শে জুলাই, বালুরঘাটঃ মা বাবা হারা দুঃস্থ আদিবাসী শিশুদের দেখতে হোমে পৌঁছালেন দক্ষিণ দিনাজপুর জেলা শাসক ও অতিরিক্ত জেলা শাসক। বৃহস্পতিবার সকালে হিলি ব্লকের নওপাড়া তিওড় সমাজ কল্যাণ সমিতিতে পৌঁছে হোমের পরিকাঠামো সহ একাধিক বিষয়ে খতিয়ে দেখেন জেলা শাসক। জেলাশাসক নিখিল নির্মল ও অতিরিক্ত জেলা শাসক প্রণব কুমার ঘোষ হোমের কর্মকর্তাদের সাথে কথা বলে শিশুদের যাবতীয় সুবিধা-অসুবিধার কথা জানার চেষ্টা করেন।
হোম সূত্রে খবর নওপাড়া তিওড় সমাজ কল্যাণ সমিতিতে বর্তমানে ১২ জন অনাথ শিশু রয়েছে। সম্প্রতি আদিবাসী তিন শিশুর করুণ অবস্থা তুলে ধরে সংবাদ মাধ্যমে খবর প্রকাশের পর এই তাদের স্থান হয় হোমে। এদিন ওই শিশুদের দেখে হোমের পরিকাঠামো বিষয়ে খোঁজ নেন জেলাশাসক।
হোম এর সভাপতি অমূল্য রতন বিশ্বাস বলেন এদিন হোমের পরিস্থিতি খতিয়ে দেখার পাশাপাশি আদিবাসী শিশু সহ অন্যান্য শিশুদের খোঁজ নিয়েছেন জেলাশাসক। তার কাছে এলাকায় একটি বৃদ্ধাশ্রম করার আবেদন জানিয়েছেন তিনি।